উচ্ছেদ অভিযানের সময় ২ কর্মকর্তার ওপর হামলা

৪ সপ্তাহ আগে
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের সময় ২ কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে।

সড়ক জনপদ বিভাগের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার(২ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে এই অভিযানের সময় ঘটনা ঘটে।
 

স্থানীয়দের অভিযোগ উচ্ছেদ অভিযানে বৈষম্য তৈরি করা হয়েছে। এ সময় অভিযানের কাজে অংশ নেয়া সার্ভেয়ার রবিউল আলমেরএকজন অফিস স্টাফের সঙ্গে ব্যবসায়ীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে মারধর করে। এতে দুজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: সময়ে সংবাদের পর স্কুল মাঠের মেলা বন্ধ করলো প্রশাসন


উচ্ছেদ অভিযানে অন্যদের মধ্যে রয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী খন্দকার শরিফুল আলম সহ বিভিন্ন কর্মকর্তারা শ্রীপুর থানা মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিস ও পল্লীবিদ্যুৎ কর্মীরা।
 

অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর বলেন, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২৮ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক জনপথ বিভাগ। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি । তবে এ ঘটনায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন