মঙ্গলবার (১৫ জুলাই) রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার ১৪তম দিনের আলোচনা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
আখতার বলেন, ‘অধিকাংশ দল চাইলেও উচ্চকক্ষ গঠনে বিএনপি ও দু-একটি দল পিআর পদ্ধতি চায় না। সংস্কারের আলাপগুলোকে সংখ্যাতাত্ত্বিক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না।’
মৌলিক সংস্কারের কথা এলে কিছু দল বেঁকে বসছে অভিযোগ করে তিনি বলেন, ‘মৌলিক সংস্কারের প্রশ্নে এনসিপি কোনো ছাড় দেবে না।’
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোটের প্রয়োজন হবে: আলী রীয়াজ
মৌলিক সংস্কার বাধাগ্রস্ত হলে কিংবা মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদের দিকে ঠেলে দিয়ে টেবিলের বাইরে মাঠ পর্যায়ে নেয়া হলে, সে পথেই অগ্রসর হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির সদস্য সচিব।
তিনি বলেন, ‘উচ্চকক্ষে পিআর পদ্ধতিতেই হতে হবে, এটাকে আমরা মৌলিক সংস্কারের অংশ মনে করি। যেখানে মৌলিক সংস্কারের প্রসঙ্গ আসছে, সেখানে বিএনপিসহ কিছু দল বাধা তৈরি করছে। যেন আলোচনার মধ্যেই না থাকে, তেমন পরিবেশ তৈরি করছে।’
]]>