উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির পক্ষেই আমাদের অবস্থান: তাহের

২ সপ্তাহ আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির পক্ষেই আমাদের অবস্থান।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।


তাহের বলেন, দুটো বিষয়ে আলোচনা হয়েছে আজ। কোনোটাই নিষ্পত্তি হয়নি। দুই-তৃতীয়াংশ দল উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে একমত হয়। উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির পক্ষেই আমাদের অবস্থান।


তিনি বলেন, নারী আসন ১০০-তে উন্নীত করার বিষয়ে আমরা একমত। তবে ভোটের পদ্ধতি হিসেবে আমরা বলেছি, পিআর পদ্ধতিতে এটা বাস্তবায়ন করা যায়।

 

আরও পড়ুন: পিআর সিস্টেমে নির্বাচনের বিষয়ে একমত জামায়াত ও গণ অধিকার


জামায়াতে ইসলামীর নায়েবে আমির আরও বলেন, উচ্চকক্ষ গঠন নিয়ে আজ নতুন যে প্রস্তাব (৬৪ জেলা+১২ মহানগর) দিয়েছে কমিশন, এ প্রস্তাব আলোচনার কোনো যোগ্যতাই রাখে না। অর্ধেক আলাচনার পর নতুন প্রস্তাব আনা বিভ্রান্তিকর।

]]>
সম্পূর্ণ পড়ুন