শনিবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ১টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়ায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. তৈয়ব (২৬) উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত ছাব্বির আহম্মদের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. জিয়াউল হক বলেন, শনিবার দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়ায় জনৈক ব্যক্তির বসত ঘরে কতিপয় দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালায়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে পাওয়া যায় দেশিয় তৈরি ১টি বন্দুক ও ১টি গুলি।
আরও পড়ুন: কুমিল্লায় অস্ত্র-গুলি, ইয়াবা উদ্ধার: গ্রেফতার ২
ওসি আরও বলেন, আটক মো. তৈয়ব চিহ্নিত সন্ত্রাসী। তিনি রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি আশপাশের এলাকায়ও নানা অপরাধ সংঘটনের সাথে জড়িত। চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি ও মাদকপাচার সহ নানা অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।

৪ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·