বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষে ২১৬ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪১৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ২৫১ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৪৯ রানে দিন শেষ করেছে জিম্বাবুয়ে।
গতদিনের ৯ উইকেটে ৪১৮ রানের পর আজ (২৯ জুন) আর ব্যাট করতে নামেনি দক্ষিণ আফ্রিকা। সকালের পিচের সুবিধা নেয়ার সেই বুদ্ধিটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে প্রোটিয়ারা। ২৩ রানের মধ্যেই জিম্বাবুয়ের দুই টপ অর্ডার ব্যাটারকে সাজঘরে পাঠায় প্রোটিয়ারা।
ওপেনার ব্রায়ান বেনেট দলীয় ২৮ রানে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার আর মাঠে নামতে পারেননি। ১৯ রানে অপরাজিত থাকেন তিনি। জানা গেছে, এই চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। তার কনকাশন বদলি হিসেবে আসেন প্রিন্স মাসভারে।
আরও পড়ুন: পরিস্থিতি বিবেচনায় রেখেই সাকিবকে দলে নেয়নি রংপুর রাইডার্স
তৃতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়েন ক্রেইগ আরভিন এবং শন উইলিয়ামস। দলীয় ১১৯ রানে ৩৬ রান করে আউট হন আরভিন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ১৫ রানে আউট হন ওয়েসলি মাধেভেরে। সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি মাসভারে। ৭ রান করেন এই কনকাশন সাব। উইকেটরক্ষক সিগা করেন ৯ রান। শেষ অলরাউন্ডার ওয়েলিংটন মাসাকাদজা আউট হলে ২১৭ রানে ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে।
এক প্রান্তে উইকেটের মিছিল চললেও অন্য প্রান্তে লড়াই চালিয়ে গেছেন উইলিয়ামস। সাদা জার্সিতে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে ১৩৭ রানে আউট হন তিনি। ২৪৯ রানে উইলিয়ামস আউট হওয়ার পর বাকি ২ উইকেটে কেবল ২ রান যোগ করতে পারে জিম্বাবুয়ে।
শেষ বিকেলে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই ম্যাথু ব্রিটজকের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় উইকেটে ৪৮ রানের নিরবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন টনি ডি জর্জি এবং উইয়ান মুল্ডার।
]]>