এই সিরিজে বাংলাদেশের ব্যাটারদের সমন্বিত ব্যাটিং স্ট্রাইকরেট ৬২.৮৫। টাইগারর ৩০ উইকেটের ১৫টিই নিয়েছেন আফগানিস্তানের স্পিনাররা। এরমধ্যে বাংলাদেশকে ১০৯ রানে অলআউট করে দেয়ার ম্যাচে রশিদ পেয়েছেন ফাইফারের দেখা। তৃতীয় ম্যাচে টাইগাররা হয়েছে ৯৩ রানে অলআউট। বাংলাদেশ হাফ ছেড়ে বাঁচবে না তো কী!
বাংলাদেশের সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ পরীক্ষা। মিরপুরে শনিবার থেকে দুদল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর। এ সিরিজের আগে স্বস্তিতে রয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কারণ তার দৃষ্টিতে ওয়েস্ট ইন্ডিজ দলে রশিদ খানের মতো বা ‘অত্যন্ত উঁচু’ মানের স্পিনার নেই। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দল ঘোষণার পর এক ভিডিও বার্তায় এ অনুভূতি জানান তিনি।
আরও পড়ুন: নয়ে ফিরতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কী করতে হবে বাংলাদেশকে?
লিপু বলেন, ‘আমাদের প্রতিপক্ষ এখন ওয়েস্ট ইন্ডিজ। আমরা আবু ধাবির সেই পিচে খেলছি না, নিজের মাঠে খেলব। এবং প্রতিপক্ষেও রশিদের (খান) মতো কিংবা অন্যান্য স্পিনার (আফগানিস্তান সিরিজে) যারা ছিলো, অত্যন্ত উঁচু মানের স্পিনারদের মুখোমুখি হতে হচ্ছে না। এটা আমাদের জন্য স্বস্তির বিষয়।’
আফগানিস্তান সিরিজে বাংলাদেশ ব্যাটিংয়ে ভুগেছে, তা নির্ধিদ্বায় স্বীকার করেছেন লিপু। ‘আমাদের দুর্বলতা এক্সপোজ হয়েছে, বিশেষ করে ব্যাটিংয়ের দুর্বলতাগুলো। সেগুলো আমাদের যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠতে হবে।’ আফগানিস্তান সিরিজে ব্যাটিংয়ে প্রায় সবাই ভুগেছেন। এদের মধ্যে থেকে বাদ পড়েছেন নাইম শেখ। তার বদলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ঢুকেছেন সৌম্য সরকার।
সৌম্য শেষবার ওয়ানডে খেলেছেন গত ফেব্রুয়ারিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ওই ম্যাচে ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। এনসিএলে ৬ ম্যাচে ১৭৮ রান করেছিলেন তিনি। দলে ঢুকেছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। ৯৬টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪৪.৫৩ গড়ে ৩ হাজার ৪২৯ রান এই উইকেটরক্ষকের। ৪টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ২৮টি হাফসেঞ্চুরি।

১ সপ্তাহে আগে
১







Bengali (BD) ·
English (US) ·