উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন

৩ সপ্তাহ আগে
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। গতবছর ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

গেল বছরটা টি-টোয়েন্টি বিশ্বকাপের হলেও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে ধারাবাহিক ছিলেন এই ডানহাতি পেসার। গেল বছর সাত ম্যাচে ২৩.৯ গড়ে ১৪ উইকেট শিকার করেছেন তাসকিন।


আরও পড়ুন: পিএসএলে বিপিএলের দ্বিগুণের বেশি বেতন নাহিদের, লিটন-রিশাদের কত? 

May be an image of ‎11 people and ‎text that says '‎WISDEN'S 2024 MEN'S ODI TEAM OF THE YEAR WISDEN WISDEN.COM D리L UATИP ANITER PEPSI DKISTAN SAIM AYUB PATHUM PA NISSANKA KEACY CARTY ሔቪ นี Jt aDialog SRI LANA SRILalog ሃ KUSAL MENDIS cinch CG UNIT AZMATULLAH OMARZAI LIAM LIVINGSTONE SHE SHERFANE RUTHERFORD 円 Dialog ARILANK WANINDU HASARANGA خلربه AFGHANISTAL SHAHEEN SHAH AFRIDI ALLAH GHAZANFAR রবি BANGLADESH TASKIN AHMED‎'‎‎

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে এই ফরম্যাটে খেলা হয়েছে তুলনামূলক বেশি। উইজডেনের ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন দুইজন, ইংল্যান্ড ও বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন একজন করে। ভারত ও অস্ট্রেলিয়া থেকে জায়গা পাননি কোনো ক্রিকেটার।


উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ 

সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম গাজানফার, তাসকিন আহমেদ।

]]>
সম্পূর্ণ পড়ুন