রোববার (৮ জুন) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অসংখ্য মানুষের ভিড় দেখা গেছে।
রাজধানীতে ঈদ উদ্যাপন শেষে এবার স্বজনদের সান্নিধ্য পেতে ঢাকা ছেড়ে যাচ্ছেন অনেকে। কেউ বলছেন, টিকিট বিড়ম্বনা আর ভোগান্তি এড়ানোসহ বিভিন্ন কারণে রাজধানীতে ঈদ উদ্যাপন শেষে দীর্ঘ ছুটি থাকায় এবার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে স্বস্তির সঙ্গে গ্রামে যাচ্ছেন।
আরও পড়ুন: ঈদের ছুটি, সৈকতে বাড়ছে পর্যটকের ভিড়
এদিকে স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে আগেভাগেই কোলাহলের নগরীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। কর্মস্থলে যোগ দেয়াসহ জরুরি কাজ থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কেউ কেউ।
]]>