ঈদের ছুটিতে সিলেটের পর্যটনকেন্দ্রে ব্যাপক ভিড়

৩ সপ্তাহ আগে
ঈদের লম্বা ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় ঈদের পরদিন সকাল থেকেই ছিল উপচে পড়া জনসমাগম। স্বচ্ছ পানির কলতান আর পাথরের সৌন্দর্য উপভোগে মুগ্ধ হাজারো পর্যটক ভিড় করেন এ এলাকায়।

পর্যটকদের দাবি, অনুকূল আবহাওয়ার কারণে এবারের ঈদে সিলেটে ঘুরতে এসেছে অসংখ্য মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিতে কমপক্ষে পাঁচ লাখ পর্যটক সিলেট অঞ্চলে ভ্রমণে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

 

এদিকে সীমান্তঘেঁষা এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

আরও পড়ুন: ২৫ কোটি টাকার ট্রাক টার্মিনালের সুফল পাচ্ছেন না সিলেটবাসী

 

বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘সীমান্তবর্তী এই এলাকাগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আমরা বাড়তি নজরদারি করছি।’

 

ঈদের ছুটিতে পর্যটনকেন্দ্রগুলোতে এভাবে মানুষের ঢল অব্যাহত থাকলে স্থানীয় পর্যটন খাত চাঙা হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

]]>
সম্পূর্ণ পড়ুন