ঈদের আগেই ১০০ কোচ প্রস্তুতের টার্গেট, সৈয়দপুর রেল কারখানায় চলছে কর্মযজ্ঞ

৫ দিন আগে
ঈদুল আজহায় বিশেষ ট্রেনের জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে বগি। এ কারণে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। নির্ধারিত সময়ের আগেই কোচগুলো সরবরাহ করতে চায় কর্তৃপক্ষ।

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে প্রতি মাসেই কোচ মেরামত করে রেল বহরে যোগ হয়। তবে ঈদে এই সংখ্যা ছাড়ায় কয়েকগুণ। তাই কারখানাটির ২৯টি শপের শ্রমিকরা বর্তমানে ব্যস্ত বগি মেরামতে।

 

সাধারণ সময়ে প্রতিমাসে ৩২টি কোচ মেরামত করা হয় কারখানায়। কিন্তু ঈদুল আজহার আগে ও পরে নিয়মিত ট্রেনের পাশাপাশি ঈদ স্পেশাল ট্রেন চলাচলে প্রয়োজন অতিরিক্ত কোচ। এ কারণে এবার ৪৫ কর্মদিবসে ১০০টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন: ঈদুল আজহায় বিশেষ ১০ ট্রেন

 

সময়ও প্রায় শেষ হতে চলেছে। এজন্য নির্ধারিত সময়ের বেশি কাজ করছেন শ্রমিকরা। তারা বলেন, একদিনে ৪-৫টি কোচও মেরামত করা হচ্ছে। ঈদকে সামনে রেখে পুরোদমে কাজ চলছে।

 

লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ের আগেই সব কোচ প্রস্তুত করার আশ্বাস কর্তৃপক্ষের। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, পুরোদমে কাজ চলছে। লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ের আগেই সব কোচ প্রস্তুত হয়ে যাবে। ঈদে রেলওয়ে নির্বিঘ্নে যাত্রী আনা-নেয়া করতে পারবে।

 

কর্তৃপক্ষের তথ্যমতে, এরই মধ্যে ঈদ উপলক্ষে ট্রেনের ৬০টি কোচ মেরামত সম্পন্ন হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন