নির্মাতা রুবেলের ‘বউয়ের বিয়ে’ নামে একটি নাটক আসতে চলেছে এবারের ঈদে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনী।
নাটকটির গল্পে দেখা যাবে, এক মফস্বল শহরের পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম। সেই দুই বাড়ির সদস্যদের মধ্যে আবার সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। তবে যতই দ্বন্দ্ব থাকুক, ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন।
এমন মজার রোমান্টিক কমেডি ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘বউয়ের বিয়ে’ নামের এই ঈদের নাটক। তবে পুরো বিষয়টি খোলাসা হবে জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীর মাধ্যমে।
আরও পড়ুন: দ্রুত বিয়ে করার কারণ জানালেন মিম মানতাসা
নাটকটিতে হেনার চরিত্রে অভিনয় করেছেন তটিনী। আর নাজিমের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ, বন্ধন ও প্রেমের গল্প।
আরও পড়ুন: নাচে-গানে ভরপুর মেহজাবীনের গায়ে হলুদ, ভিডিও ভাইরাল!
নাটকটি নিয়ে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা বেছে নিয়েছি। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যারা একে অপরের প্রেমে পড়ে, গোপনে বিয়েও করে। এরপর শুরু হয় পারিবারিক জটিলতা।’