কোরবানির পশুর হাট, ঈদের জামায়াত, চামড়া বেচাকেনা ও অন্যান্য ঈদকেন্দ্রিক কার্যক্রম নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ২টায় খুলনা মহানগরীর জোড়া গেট পশুহাট পরিদর্শনে এসে র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহাদত হোসেন সাংবাদিকদের বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাট, কোরবানির প্রস্তুতি ও চামড়া কেনাবেচার সঙ্গে জড়িত প্রতিটি কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিতে র্যাব প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন: খুলনার হাটে প্রথমবারের মতো দুম্বা, দাম লাখ টাকারও বেশি
তিনি জানান, হাটগুলোতে জাল নোট শনাক্তে র্যাব কন্ট্রোল রুমে বিশেষ মেশিন বসানো হয়েছে। চুরি-ডাকাতি, ছিনতাই, দালাল, প্রতারক চক্র, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।
র্যাব-৬ অধীনস্থ জেলাগুলোর হাটে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। একইসঙ্গে এক হাটের গরু জোর করে অন্য হাটে নামানো কিংবা চাঁদাবাজির মতো অপরাধ ঠেকাতে ড্রোন মনিটরিং ও বোম্ব ডিসপোজাল টিম প্রস্তুত রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
তিনি আরও বলেন, সব নাগরিক যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য র্যাব-৬ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো জরুরি প্রয়োজনে র্যাব কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য পশু ব্যবসায়ীসহ সবাইকে অনুরোধ করা হচ্ছে।