বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রায় ঈদযাত্রা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।
তিনি বলেন, যাত্রীরা অতি আবেগে মহাসড়কের ওপরে এসে গাড়িতে উঠছে। এছাড়া ঈদের আগে মাত্র দুইদিন ছুটি থাকার কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের জটলার সৃষ্টি হচ্ছে। এ কারণেই ধীরগতিতে যানবাহল চলাচল করছে। অনেকটা বেগ পেতে হচ্ছে যানবাহন ও যাত্রীদের নিয়ন্ত্রণ করতে। এজন্য গাজীপুরের বিভিন্ন অংশের মহাসড়ক থেকে যাত্রীদের সরিয়ে ফুটপাত ব্যবহার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: গাড়ির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
কস্ট হলেও যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে বলেও জানান আইজিপি।