মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে ডিএনসিসির ফেসবুক পেজে পোস্ট এই কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বাসিন্দাদের জন্য বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (পুরাতন বাণিজ্য মেলার মাঠ) সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নামাজ শেষে ৯টায় জামাতের স্থান পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ঈদ আনন্দ মিছিল শুরু হবে। মিছিলটি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও প্রধান সড়ক হয়ে খামার বাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া এভিনিউতে (সংসদ ভবনের দক্ষিণ প্লাজা) গিয়ে শেষ হবে। এরপর সেখানেই সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
ঈদ মিছিলে অংশগ্রহণকারীদের জন্য ঈদ উপলক্ষে সেমাই ও মিষ্টির ব্যবস্থা থাকবে সেখানে।
এছাড়া বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে দুইদিন ব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করা হবে। মেলা ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। দুদিন ব্যাপী আয়োজিত ঈদ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও পোস্টে জানানো হয়েছে।
]]>