ঈদ উদযাপনে ফিলিস্তিনকে স্মরণ করলেন হামজা

২ দিন আগে
বাংলাদেশ ফুটবলে এখন সবচেয়ে বড় নাম হামজা দেওয়ান চৌধুরী। কিছুদিন আগেই বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হয়েছে তার। ম্যাচ খেলে এরই মধ্যে ইংল্যান্ডও চলে গেছেন শেফিল্ড ইউনাইটেডের এই তারকা। ইংল্যান্ডে ফিরে গেলেও আলোচনায় আছেন হামজা। ইংল্যান্ডে ঈদ উদযাপন করছেন তিনি। ইংল্যান্ডে থাকলেও, হামজার স্মরণে রয়েছে ফিলিস্তিন।

ইংল্যান্ডে থাকাকালীন সময়েই বাংলাদেশের সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা। মঙ্গলবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা গেছে, হাতের ব্রেসলেটে ফিলিস্তিনের পতাকার ছবি।


এছাড়াও আরও দুইটি ছবি পোস্ট করেছেন হামজা। সেখানে ঈদের নামাজ পড়ার মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন হামজা। এই ছবিগুলো পোস্ট করে হামজা সেখানে লিখেছেন, 'ঈদ মোবারক'।


আরও পড়ুন: হলান্ডের মৌসুম কি শেষ?  
 



ইউরোপিয়ান ফুটবলে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের ধারা বেশ আগে থেকেই চলছে। তবে মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর রীতি চালু করার পথিকৃৎদের একজন হামজাই।  


এর আগেও এক ম্যাচে গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা দেখে তিনি সেটি ওড়ানোর পরিকল্পনা করেন। পরবর্তীতে স্টেডিয়ামের এক নিরাপত্তারক্ষীর মাধ্যমে পতাকাটি সংগ্রহ করে মাঠে উড়িয়েছিলেন হামজা। তার সেই প্রতিবাদ বিশ্বব্যাপী আলোচনায় সৃষ্টি করে এবং তার প্রশংসা করে অনেকে।  

]]>
সম্পূর্ণ পড়ুন