ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসিকে বিলুপ্ত ঘোষণা, ঘোষণা একাংশের

৬ দিন আগে
সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে (এসটিসি) বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির মহাসচিব আবদুল রহমান জালাল আল-সুবাইহি। তবে মুখপাত্র বিলুপ্তির ঘোষণাকে খারিজ করে দিয়েছেন। তিনি এটাকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন। খবর আল জাজিরার।

ইখবারিয়া টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও অস্থিরতা নিরসনে রিয়াদে আয়োজিত এক শান্তি আলোচনায় অংশ নিয়েছিলেন এসটিসি সদস্যরা। সেখানেই তারা নিজেদের সংগঠন বিলুপ্ত করার এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি নেতা এইদারুস আল-জুবাইদি বর্তমানে ইয়েমেনে নেই। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রিয়াদে চলমান এই গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি অংশ নেননি।

 

এসটিসি মহাসচিব আবদুল রহমান জালাল আল-সুবাইহি আজ শুক্রবার (৯ জানুয়ারি) ইয়েমেনে টেলিভিশনে এক ঘোষণায় বলেন, সৌদি আরবে আলোচনার পর সংগঠন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন নেতারা। তিনি আরও বলেন, ইয়েমেনের দক্ষিণাঞ্চল এবং প্রতিবেশী দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য বিলুপ্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আরও পড়ুন: ইয়েমেন / লড়াই বন্ধে আলোচনার জন্য রিয়াদে না গিয়ে ‘পালালেন’ এসটিসি নেতা, জোটের হামলা

 

সৌদি সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, ‘তারা যে সমাধান দিয়েছেন তা দক্ষিণের জনগণের চাওয়াগুলো পূরণ করছে।’ তবে আবুধাবিতে অবস্থানরত এসটিসির মুখপাত্র আনোয়ার আল-তামিমি সৌদি আরব থেকে আসা ঘোষণা প্রত্যাখ্যান করেছেন।

 

তিনি এএফপিকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এই খবরটি হাস্যকর। রিয়াদে এসটিসি প্রতিনিধি দলের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও নিশ্চিত করেন তিনি। যাকে গোষ্ঠীটির মধ্যকার বিভক্তি হিসেবে দেখা হচ্ছে। এক এক্স পোস্টে আল-তামিমি বলেছেন, এসটিসি সম্পর্কিত এই ধরনের সিদ্ধান্ত কেবলমাত্র কাউন্সিল এবং এর প্রেসিডেন্টের অধীনেই হতে পারে।

 

এদিকে এসটিসির জাতীয় পরিষদ বিলুপ্তির ঘোষণাকে দক্ষিণের স্বার্থের ‘আংশিক বা এড়িয়ে চলা সমাধান’ হিসাবে বর্ণনা করে এটি প্রত্যাখ্যান করেছে। সেই সঙ্গে ইয়েমেনের আদেন ও মুকাল্লা শহরে শনিবার বিক্ষোভের ডাক দেয়ার পাশাপাশি পরিকল্পিত বিক্ষোভে সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। 

 

সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি এবং সৌদি-সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে গত মাসে লড়াই শুরু হয়। যা সংযুক্ত আরব আমিরাত ও সৌদির মধ্যেও উত্তেজনা তৈরি করে। ইয়েমেন সরকার রিয়াদকে দক্ষিণাঞ্চলীয় ইস্যুতে আলোচনার জন্য একটি বৈঠক আয়োজনের অনুরোধ জানায়।

 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত: ইয়েমেনে সৌদি সমর্থিত গোষ্ঠীর বিমান হামলা

 

ওই বৈঠকে যোগ দিতে এসটিসি নেতা আইদারুস আল-জুবাইদির সৌদি যাওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, ‌আল-জুবাইদি রিয়াদে আলোচনা এড়িয়ে যাওয়ার জন্য সোমালিল্যান্ড হয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন। সংযুক্ত আরব আমিরাত তাকে ইয়েমেন থেকে বের করে নিয়ে গেছে বলেও অভিযোগ ওঠে।  

]]>
সম্পূর্ণ পড়ুন