ইয়াস মেরিনায় চালু হলো আবুধাবির প্রথম ভাসমান হোটেল

৩ দিন আগে
চালু হয়েছে আবুধাবির প্রথম ভাসমান হোটেল ‘অর্কিড ওভারনাইট সুপারইয়ট’। শহরের ইয়াস মেরিনায় স্থায়ীভাবে নোঙ্গর করা রয়েছে হোটেলটি যেখানে পানির ওপর আতিথেয়তার অনন্য অভিজ্ঞতা নেয়ার সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয় গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন মতে, ভাসমান হোটেলটি মূলত এক বিলাসবহুল প্রমোদতরী। এর পরিচালনায় রয়েছে ডাচ ওরিয়েন্টাল মেগাইয়টসে নামে একটি প্রতিষ্ঠান।

 

ফাইভ-স্টার মানের এই সুপারইয়টে রয়েছে মোট ৩১টি কক্ষ, যার মধ্যে ২৪টি সুপিরিয়র রুম (২৫ বর্গমিটার), ৪টি ভিআইপি রুম (৩০ বর্গমিটার) এবং ৩টি রয়্যাল স্যুইট (৬০ বর্গমিটার)। রয়্যাল স্যুইটে থাকছে লিভিং এরিয়া, সোফা বেড, হট টাব ও শাওয়ারের সুবিধা।

 

আরও পড়ুন: চীনে চালু হলো বিশ্বের সর্বোচ্চ সেতু, ২ ঘন্টার যাত্রা এখন ২ মিনিটেই

 

প্রতি রাতে এখানে থাকতে সর্বনিম্ন ৯৯০ দিরহাম খরচ করতে হবে। অতিথিদের জন্য থাকছে ২৪ ঘণ্টা কনসিয়ার্জ ও হাউজকিপিং, স্মার্ট রুম অটোমেশন এবং ৩৬০ ডিগ্রি সানডেক উপভোগের সুযোগ।

 

এছাড়াও থাকবে ইন-রুম সার্ভিস ও অন-বোর্ড শেফদের তৈরি বিশেষ মেনু। বিয়ে, করপোরেট ইভেন্ট বা যেকোনো ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ সুপারইয়ট বুকিংয়ের সুবিধাও থাকছে।

 

‘অর্কিড ওভারনাইট সুপারইয়ট’ আবুধাবির প্রথম ভাসমান হোটেল হলেও সংযুক্ত আরব আমিরাতে প্রথম ভাসমান হোটেল নতুন নয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন