ইয়ামালের চেয়ে কত পয়েন্ট বেশি পেয়ে ব্যালন ডি’অর জিতেছেন দেম্বেলে?

৫ দিন আগে
সব জল্পনার অবসান ঘটিয়ে এবারের ব্যালন ডি’অর জিতেছেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। তবে তার সঙ্গে এবার ব্যালন ডি’অর জয়ের আলোচনায় ছিলেন স্প্যানিশ ইয়াংস্টার লামিনে ইয়ামাল। কিন্তু ইয়ামালকে রেকর্ড ব্যবধানে পেছনে ফেলে এই ‍পুরস্কার জেতেন দেম্বেলে।

ফ্রান্স ফুটবল প্রকাশিত চূড়ান্ত ভোট ফলে দেখা গেছে, দেম্বেলের পয়েন্ট ১ হাজার ৩৮০। সেখানে লামিনে ইয়ামালের পয়েন্ট ১ হাজার ৫৯, অর্থাৎ দেম্বেলের চেয়ে তিনি পিছিয়ে আছেন ৩২১ পয়েন্ট। যা ব্যালন ডি’অর ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের একটি। 

 

১০০ বিচারকের মধ্যে বেশিরভাগই ভোট দিয়েছেন দেম্বেলেকে। ফরাসি এই তারকাকে পছন্দ ৭৩ জন বিচারকের, অন্যদিকে ইয়ামাল পেয়েছেন মাত্র ১১ ভোট। 

 

আরও পড়ুন: ২০২৬ ফুটবল বিশ্বকাপের তিন মাস্কটের কোনটির মানে কী

 

গত বছর ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি। অবশ্য সেবার সবাই ধরেই নিয়েছিলেন যে ব্যালন ডি’অর পাবেন ভিনিসিয়াস। ভিনি সেটি না পাওয়ায় সেবার ব্যালন ডি’অর অনুষ্ঠানই বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। গত বছর রদ্রি পেয়েছিলেন ১ হাজার ১৭০ ভোট আর ভিনিসিয়াস জুনিয়র পেয়েছিলেন ১ হাজার ১২৯ ভোট। 

 

ব্যালন ডি’অর ২০২৫- শীর্ষ ৩০ র‌্যাঙ্কিং 

 

১. উসমান দেম্বেলে (ফ্রান্স, পিএসজি) - ১,৩৮০ পয়েন্ট 

২. লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)- ১,০৫৯ পয়েন্ট 

৩. ভিতিনহা (পর্তুগাল, পিএসজি) - ৭০৩ পয়েন্ট

৪. মোহাম্মদ সালাহ (মিসর, লিভারপুল)- ৬৫৭ পয়েন্ট 

৫. রাফিনহা (ব্রাজিল, বার্সেলোনা)- ৬২০ পয়েন্ট 

৬. আশরাফ হাকিমি (মরক্কো, পিএসজি)- ৪৮৪ পয়েন্ট 

৭. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)- ৩৭৮ পয়েন্ট 

৮. কোল পালমার (ইংল্যান্ড, চেলসি)- ২১১ পয়েন্ট 

৯. জিয়ানলুইজি দোনারুম্মা (ইতালি, পিএসজি)- ১৭২ পয়েন্ট 

১০. নুনো মেন্ডেস (পর্তুগাল, পিএসজি)- ১৭১ পয়েন্ট  

১১. পেদ্রি (স্পেন, বার্সেলোনা)- ১২৪ পয়েন্ট 

১২. খভিচা কভারাতসখেলিয়া (জর্জিয়া, পিএসজি)- ১২৩ পয়েন্ট 

১৩. হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ)- ১১২ পয়েন্ট 

১৪. দেজিরে দুয়ে (ফ্রান্স, পিএসজি)- ৭৪ পয়েন্ট 

 

আরও পড়ুন: ইসরাইলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার পথে উয়েফা

 

১৫. ভিক্টর ইয়োকেরেশ (সুইডেন, স্পোর্টিং পর্তুগাল : বর্তমান ক্লাব আর্সেনাল)- ৫৬ পয়েন্ট। 

১৬. ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ)- ৫১ পয়েন্ট 

১৭. রবার্ট লেভানডোভস্কি (পোল্যান্ড, বার্সেলোনা)- ৪৯ পয়েন্ট 

১৮. স্কট ম্যাকটমিনি (স্কটল্যান্ড, নাপোলি)- ৪৫ পয়েন্ট 

১৯. জোয়াও নেভেস (পর্তুগাল, পিএসজি)- ৪০ পয়েন্ট 

২০. লাউতারো মার্টিনেজ (আর্জেন্টিনা, ইন্টার মিলান)- ৩৭ পয়েন্ট 

২১. সারহু গিরাসি (গিনি, বরুশিয়া ডর্টমুন্ড)- ২৫ পয়েন্ট 

২২. আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (আর্জেন্টিনা, লিভারপুল)- ২১ পয়েন্ট 

২৩. জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ)- ২১ পয়েন্ট 

২৪. ফ্যাবিয়ান রুইজ (স্পেন, পিএসজি)- ২০ পয়েন্ট 

২৫. ডেনজেল ডামফ্রিস (নেদারল্যান্ডস, ইন্টার মিলান)- ২০ পয়েন্ট 

২৬. আর্লিং হলান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি)- ১৮ পয়েন্ট 

২৭. ডেক্লান রাইস (ইংল্যান্ড, আর্সেনাল)- ১৩ পয়েন্ট 

২৮. ভার্জিল ফা ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল)- ৭ পয়েন্ট 

২৯. ফ্লোরিয়ান উইর্টজ (জার্মানি, বায়ার লেভারকুজেন)- ৫ পয়েন্ট 

৩০. মিশায়েল অলিসে (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ) – ৪ পয়েন্ট

]]>
সম্পূর্ণ পড়ুন