ইয়ামালের গোল অ্যাসিস্ট এখন ৪৫টি, এই বয়সে রোনালদো-মেসির কতটি ছিল

১ সপ্তাহে আগে
শুরুতে ডানদিকে একটা বাঁক, পরের বাঁকটি বাঁয়ে। এরপর একটু এগিয়ে বাঁকানো শটে বল জালে। ইউরোয় ফ্রান্সের বিপক্ষে গোলবক্সের বাইরে থেকে এভাবেই গোলটি করেছিলেন লামিন ইয়ামাল। কে বলবে তার বয়সটা মাত্র ১৭!

জার্মানিতে বসা আসরে মাত্র একটি গোলই করেছিলেন ইয়ামাল, অ্যাসিস্ট করেছিলেন ৪টি। এই পরিসংখ্যান অবশ্য ইয়ামাল কতটুকু ভালো খেলেছিলেন, তার সাক্ষ্য দেয় না। তবে ভাগ্যে ঠিকই শিরোপা জুটে তার, দল জেতে চতুর্থ ইউরো।


লামিন ইয়ামালের বয়সটা এখন ১৭ বছর ৫ মাস। তিনি সব মিলিয়ে স্পেনের জার্সিতে ৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন। বার্সেলোনার জার্সিতে ১৩ গোলের পাশাপাশি অ্যাসিস্ট ২১টি। সবগুলোর যোগফল ৪৫। ৪৫ গোল অ্যাসিস্ট করা ইয়ামালকে অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে তুলনা করছেন। তো এই বয়সে দুই কিংবদন্তির পরিসংখ্যান কেমন ছিল?


আরও পড়ুন: জুনে চুক্তি শেষ হবে, এই ফুটবলাররা এখনই দলবদলের আলাপ চালাতে পারেন


১৭ বছর ৫ মাস বয়সে বার্সেলোনার হয়ে ২টি ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি। দুই ম্যাচে গোল অ্যাসিস্টের খাতাটা ছিল শূন্য। আর রোনালদো ১৭ বছর ৫ মাস বয়সে স্পোর্টিং সিপির সিনিয়র টিমে যাত্রা শুরুই করেননি।


শুধু গোল-অ্যাসিস্টেই ইয়ামাল প্রজন্মসেরা জুটির দুজনকে ছাড়িয়ে যাননি, দলগত ট্রফি ও ব্যক্তিগত ঝুলিও ভারী করেছেন। স্পেনের হয়ে জিতেছেন ইউরো, বার্সেলোনার হয়ে লা লিগা। গত বছর ব্যালন ডি’অর মঞ্চে পেয়েছেন কোপা ট্রফি।

]]>
সম্পূর্ণ পড়ুন