ইয়ামালকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন কিংবদন্তি রেসলার

২ সপ্তাহ আগে
লামিনে ইয়ামালের বয়সটা খুব বেশি নয়, তবে এইটুকু সময়ের মধ্যেই নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। মাত্র ১৭ বছর বয়সেই পেয়েছেন তারকাখ্যতি। এই কিশোরের ‍ওপর ভর করেই এখন সাফল্য পেতে উম্মুখ স্পেন ও বার্সেলোনা। তবে শুক্রবার (১৪ মার্চ) রাতে হঠাৎ করেই ডব্লুডব্লুই স্ম্যাকডাউনে ইয়ামালের আবির্ভাব সবাইকে চমকে দিয়েছে। যেখানে তাকে দেখা গেছে ডব্লুডব্লুই’র চ্যাম্পিয়নের বেল্ট হাতে।

এক ভিডিওতে দেখা গেছে, হাসি মুখে দর্শকদের মাঝখানে ডব্লুডব্লুই’র বেল্ট হাতে ইয়ামাল। সেখানে গিয়ে কিংবদন্তি রেসলার ট্রিপল এইচের সঙ্গে ছবিও তুলেছেন তিনি। পরে সেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইয়ামালের সঙ্গে ছবি পোস্ট করে ট্রিপল এইচ লিখেছেন, ‘বার্সেলোনার ভবিষ্যৎ আগের চেয়ে এখন বেশি উজ্জ্বল। শো-টা উপভোগ করো লামিনে।’ 

 

আরও পড়ুন: শীতকালীন স্পেশাল অলিম্পিকে সোনা জিতল বাংলাদেশ

 

 

LAMINE YAMAL IN THE CROWD IN SPAIN!#SmackDown pic.twitter.com/MFhBy1Rm2X

— The Movement - Pro Wrestling (@TheMovementXx) March 14, 2025

সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালও একই ছবি পোস্ট করেছেন। ইয়ামালের আগমন নিয়ে রেসলার টিপ্রল এইচের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন আরেক রেসলিং তারকা ড্রু ম্যাকইনটায়ার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দ্য চুজেন ওয়ান (নিয়তি নির্ধারিত ব্যক্তি)।’ 

 

আরও পড়ুন: আর্জেন্টিনার বিপক্ষে নিষেধাজ্ঞার ঝুঁকিতে যে ব্রাজিলিয়ানরা

 

ডব্লুডব্লু এখন আছে স্পেনের বার্সেলোনায়। এরপর তারা যাবে বেলজিয়াম, তারপর যাবে জার্মানি এবং স্কটল্যান্ডে। তারপর দুটি ব্লকবাস্টার ইভেন্ট আয়োজন করা হবে লন্ডনের ও’টু অ্যারেনায়। ২৮ মার্চ হবে স্ম্যাকডাউন এবং ৩১ মার্চ হবে আরএডব্লিউ’র আয়োজন। সেখান থেকে তারা যাবে লাস ভেগাসে। যেখানে ১৯ এবং ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে বছরের সবচেয়ে বড় আয়োজন রেসেলম্যানিয়া।

]]>
সম্পূর্ণ পড়ুন