১৭ বছর বয়সী ইয়ামাল যখন বর্ণীল শুরুটা উপভোগ করছেন, ওপাশে আরেকজন তখন শেষের সময় গুনছেন। ফাইনালে ইয়ামালের প্রতিপক্ষ হিসেবে থাকছেন ৪০ পেরোনো ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স যেমনই হোক, মাঠের ফুটবলে এখনও ধার খুব একটা কমেনি এই বুড়োর। শিরোপার ক্ষুধাও আছে আগের মতোই। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে পর্তুগালের জয়সূচক গোলটা তিনিই করেছেন।
জার্মানির অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আজ জমজমাট এক ফাইনালে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও স্পেন। ম্যাচের মূল আকর্ষণ রোনালদোর সঙ্গে লামিন ইয়ামালের দ্বৈরথ। রোনালদো পাঁচবার জিতেছেন ব্যালন ডি'অর। সর্বকালের সেরা খেলোয়াড়দের একজনের তিনি। অন্যদিকে ইয়ামাল ১৭ বছর বয়সেই বিশ্বসেরাদের একজন। এমনকি এই মৌসুমের ব্যালন ডি'অরের অন্যতম ফেভারিট প্রতিযোগী। তাই ফাইনালের আগে সবচেয়ে বেশি আলোচনায় তারা দুজনই।
ফাইনালের আগে গতকাল (৭ জুন) সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। ইয়ামালের প্রসঙ্গ এলে তিনি জানান, তরুণ এই তারকা নাকি দেখতে অনেকটা তার ছেলে রোনালদো জুনিয়রের মতো। দুজনকেই বেশ পছন্দ করেন বলেও মন্তব্য করেছেন তিনি।
এ প্রসঙ্গে রোনালদো বলেন, 'আমার ছেলে এবং লামিন দেখতে অনেকটা একই রকম। ওদের ত্বকের রঙ, খেলার ধরন, চুলের স্টাইল আর তাদের বয়সের পার্থক্য ৩ বছরের। আমার ছেলে আর আমি লামিন, দুজনকেই খুব পছন্দ করি।'
আরও পড়ুন: ইয়ামালের ওপর থেকে চাপ কমান: রোনালদো
তরুণ লামিনের ওপর প্রত্যাশার অতিরিক্ত চাপ দেখে তার ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রোনালদো, 'ইয়ামাল দারুণ করছে, সে তার প্রতিভার পূর্ণ ব্যবহার করছে। এখন বাচ্চাটাকে বেড়ে উঠতে দিন এবং তার ওপর অতিরিক্ত চাপ দেবেন না। তাকে সময় দিন এবং ভালোভাবে গড়ে উঠতে দিন, তার ওপর থেকে চাপ সরিয়ে দিন। তার প্রতিভার অভাব নেই।'
এবারের ব্যালন ডি'অর কার হাতে যাবে, এমন প্রশ্নের উত্তরে রোনালদো বলেন, 'এই ব্যক্তিগত পুরস্কারগুলো এখন আর আগের মতো ঐক্যমত্যে হয় না; আমি বলতে পারি না কে জেতা উচিত। আমার মতে, যারা চ্যাম্পিয়ন্স লিগ জিতে এবং নিজেদের উজ্জ্বল করে তোলে, তাদেরই জেতা উচিত। তবে এখন আর কোনও ঐক্যমত্য নেই। আমি ব্যক্তিগত পুরস্কারে তেমন বিশ্বাস করি না, কারণ আমি জানি পর্দার আড়ালে কী ঘটে। লামিন জিততে পারে, যেমন দেম্বেলে বা ভিতিনিয়াও, যারা উদীয়মান খেলোয়াড়… কিন্তু ব্যক্তিগত পুরস্কারের কোনো গুরুত্ব নেই।'
]]>