ইহকাল ও পরকালে নিরাপদ থাকতে যে দোয়া পড়বেন

১ সপ্তাহে আগে
দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। বান্দা আল্লাহর নিকট দোয়া না করলে আল্লাহ রাগান্বিত হন। তিনি বান্দার ডাকে সর্বদা সাড়া দেন। আল্লাহ কোরআনে বলেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। (সুরা মুমিন:৬০)

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِيْ دِيْنِيْ وَدُنْيَايَ وَأَهْلِيْ وَمَالِيْ. اَللّٰهُمَّ اسْتُرْ عَوْرَاتِيْ وَاۤمِنْ رَوْعَاتِيْ. اَللّٰهُمَّ احْفَظْنِيْ مِنْۢ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِيْ، وَعَنْ يَّمِيْنِيْ وَعَنْ شِمَالِيْ وَمِنْ فَوْقِيْ، وَأَعُوْذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِيْ .

 

ইয়া আল্লাহ! আপনার কাছে প্রার্থনা করি ক্ষমা ও নিরাপত্তা আমার দ্বীনের জন্য, দুনিয়ার জন্য, পরিজন ও সম্পদের জন্য। ইয়া আল্লাহ! আমার দোষ আবৃত করুন এবং ভীতিকে নিরাপত্তার দ্বারা বদলে দিন। 

 

আরও পড়ুন: নবীজির প্রিয় বিষয়গুলো নিয়ে মুফতি আবদুল্লাহ তামিমের অনন্য সিরাত গ্রন্থ ‘নবীজির প্রিয় ১০০’

 

ইয়া আল্লাহ! আমাকে রক্ষা করুন আমার সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে এবং উপর থেকে (অর্থাৎ সম্ভাব্য সকল দিক থেকে)। আর আপনার বড়ত্বের দোহাই, আমি আশ্রয় চাই অতর্কিত নীচের দিক হতে আক্রান্ত হওয়া থেকে (অর্থাৎ দুনিয়া-আখিরাতের কোথাও যেন অতর্কিত শাস্তি ও বিপদের মুখোমুখি না হই)।৯৩

 

إِنِّىْ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ দুনিয়া ও আখিরাত উভয় জীবনে আল্লাহর ক্ষমা ও নিরাপত্তা প্রয়োজন। এটা ইহজাগতিকতায় বিশ্বাসীদের মূর্খতা যে, তারা শুধু পার্থিব শান্তি কামনা করে আর শাশ্বত ভবিষ্যতকে সম্পূর্ণ ভুলে থাকে। 

 

এর বিপরীতে ‘চরম’ দ্বীনদার শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে এ জগতের সাথে সব রকমের সম্পর্ক রেখেও শান্তি ও সহজতার চিন্তামাত্রকেও ‘নিষিদ্ধফল’ মনে করে। শরীয়তের সুন্দর ও সঠিক এবং সর্বজন-উপযোগী ও ভারসাম্যপূর্ণ শিক্ষা হচ্ছে বর্তমান ও ভবিষ্যত এবং আগত ও অনাগত উভয়ের সম্মিলনের শিক্ষা। وَأَهْلِىْ وَمَالِىْ (সম্পদ ও পরিজনের জন্য) সম্পদ ও পরিজন অতিবড় দীনদারের পক্ষেও অবহেলার বিষয় নয়, কল্যাণ ও প্রাচুর্য নিঃসন্দেহে কাম্য বস্তু।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন