রয়টার্স- এর প্রতিবেদনে বলা হয়, তিনটি সূত্র জানিয়েছে যে, মধ্যস্থতাকারী তুরস্ক ও কাতারের অনুরোধে দেশদুটি পুনরায় আলোচনা শুরু করেছে। যাতে এটি নিশ্চিত করা সম্ভব হয় যে, সীমান্ত সংঘর্ষে আর জড়াবে না দুইদেশ।
জিও নিউজ জানায়, ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে পূর্ববর্তী দফায় কোনো কার্যকর সমাধান আনতে ব্যর্থ হওয়ার পর মধ্যস্থতাকারীদের অনুরোধে পাকিস্তান ইস্তাম্বুলে আফগান তালেবান সরকারের সাথে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে।
আরও পড়ুন:তালেবান সরকারকে পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, আলোচনায় ইসলামাবাদ তাদের মূল দাবি তুলে ধরবে যে, আফগানিস্তান তাদের ভূখণ্ডকে ব্যবহার করতে দিয়ে পাকিস্তানের মাটিতে হামলার পরিকল্পনাকারী সশস্ত্র গোষ্ঠীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এদিকে, আফগান তালেবান প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বেশিরভাগ সমস্যা সফলভাবে এবং শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে। পাকিস্তানের কিছু দাবির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন কারণ সেগুলোতে একমত হওয়া কঠিন।’
এর আগে ইসলামাবাদ তালেবানদের বিরুদ্ধে, পাকিস্তানের প্রতি শত্রুতাপূর্ণ গোষ্ঠী পাকিস্তানি তালেবানকে আশ্রয় দেয়ার এবং আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করার অনুমতি দেয়ার অভিযোগ করে। তবে কাবুল এই দাবি অস্বীকার করে বলেছে যে এই গোষ্ঠীর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করার অনুমতি না থাকায় সূত্রগুলো নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে।
আরও পড়ুন:চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি শিগগিরই: ট্রাম্প
এদিকে, আফগান তালেবান এবং পাকিস্তানের সামরিক বাহিনী এবং পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·