সম্প্রতি বিসিবির হাই পারফরম্যান্স প্রোগ্রাম থেকে বিরতি নিয়েছিলেন আকবর আলী। এই বিরতির সময় ইংল্যান্ডে গিয়ে লেভেল-টু কোচিং সার্টিফিকেশন সম্পন্ন করেন।
অল্প বয়স থেকেই এই কোর্সটি করতে চেয়েছিলেন আকবর আলী। তার বিশ্বাস, এই কোর্স তার খেলার উন্নতি আনবে। এমন কি একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে বিকশিত করতে পারেন তিনি।
আরও পড়ুন: ‘ক্রিকেটীয় কাজের জন্য তার যোগ্যতা নেই’, পিসিবি চেয়ারম্যানকে নিয়ে হাফিজ
নিজের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, ‘আমি সবসময়ই খুব অল্প বয়স থেকেই এটি করতে চেয়েছিলাম। কারণ আমি বিশ্বাস করি এটি আমাকে একজন খেলোয়াড় হিসেবে যেমন উন্নত হতে সাহায্য করবে, তেমনি একজন মানুষ হিসেবেও বিকশিত করবে।’
এই কোর্স সম্পন্ন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ধন্যবাদ জানিয়েছেন আকবর। কৃতজ্ঞতা জানিয়ে আকবর লিখেছেন, ‘এই কোর্সটি সম্পন্ন করতে সহযোগিতার জন্য আমি বিসিবি এবং ইসিবিকে ধন্যবাদ জানাই।’
নিজেদের খেলার মান বাড়াতে অনেক ক্রিকেটারই কোচিং কোর্স করে থাকেন। অনেক ক্রিকেটারই এই কোর্স করে বেশ সফলও হয়েছেন।
]]>