ইসলামের পক্ষে একটি বাক্স থাকবে: চরমোনাই পীর

১ দিন আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ৫৩ বছর যারা দেশ শাসন করেছে তাদের জন্য বিশ্বে ৫ বার চোরের দিক থেকে দেশ প্রথম হয়েছে। সব শাসন আমরা দেখেছি শুধু একটি শাসন ব্যবস্থা দেখা বাকি। তাই ইসলামের পক্ষে একটি ভোট বাক্স থাকবে, যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ঐক্যবদ্ধ ভাবে তাদের প্রতিহত করা হবে।

খুলনায় দলটির মহানগর ও জেলা কমিটি আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি। এসময় চাঁদাবাজ, খুনি, ধর্ষণকারীদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
 

শনিবার (২৬ জুলাই) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত এ সমাবেশে দলটির নেতাকর্মী সহ জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ সমমনা বিভিন্ন ইসলামী দলের নেতারা উপস্থিত ছিলেন।


এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে, নির্বাচনের আগে প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের বিদায় করতে হবে।’ 

আরও পড়ুন: চাঁদাবাজ-খুনিদের বাংলার জমিনে দাঁড়াতে দেয়া যাবে না: চরমোনাই পীর

একটি দল সংস্কার চাচ্ছে না বলেই নির্বাচন বিলম্বিত হচ্ছে দাবী করে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে।


সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের পক্ষে খুলনার ৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

]]>
সম্পূর্ণ পড়ুন