ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়তে কাজ করছে জামায়াত: আব্দুর রহমান মূসা

১ সপ্তাহে আগে
স্বাধীনতাহীন জাতির কোনো অধিকারের গ্যারান্টি থাকে না; তাই অর্জিত স্বাধীনতা সুসংহত ও অর্থবহ করে গণমানুষের অধিকারের নিশ্চয়তা দিতে দলমত, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।

বুধবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

আব্দুর রহমান মূসা বলেন, স্বাধীনতা প্রত্যেক জাতির আরাধ্য। আর আমাদের স্বাধীনতা জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দেশের অর্জিত স্বাধীনতাকে অর্থবহ ও টেকসই করার জন্য জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছে। ৫ আগস্ট বিপ্লবেও আমরা ছাত্র-জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন- সংগ্রাম চালিয়ে গেছি। ফলে এক ঐতিহাসিক বিজয় আমাদের হাতে এসে ধরা দিয়েছে। আমরা দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। একইভাবে আমরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছি।

 

তিনি মহান স্বাধীনতা সংগ্রামে শাহাদাত বরণকারী জাতীয় বীরদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

আরও পড়ুন: চব্বিশে গণ-অভ্যুত্থানের পরও স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন হয়নি: মতিউর

 

আলোচনায় অংশ নিয়ে উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, অনেক ত্যাগ ও কোরবানির বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমরা দলমত, জাতিধর্ম ও গোত্র নির্বিশেষে সবাইকেই ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু মহল বিশেষ আমাদের জুলাই বিপ্লবকে নস্যাৎ ও বিতর্কিত করতে নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু এসব বিভীষণদের মনে রাখা উচিত আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।  মূলত যারা আগস্ট বিপ্লব ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী অপতৎপরতা চালাবে তাদেরকেও পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের ভাগ্য বরণ করতে হবে। তিনি অর্জিত বিজয়কে অর্থবহ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

 

আরও পড়ুন: ৫৪ বছরেও স্বাধীনতা যুদ্ধের প্রত্যাশা পূরণ হয়নি: গোলাম পরওয়ার

 

ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য আবু সাঈদ  মণ্ডল, জামিল বিন হোসাইন ও আবু জাওয়াদ প্রমুখ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন