এই নাশিদ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকে উৎসারিত। পুরো গানটি ধারণ করা হয়েছে মরোক্কোর দুটি ঐতিহাসিক শহর—তাঞ্জিয়ার ও শেফশাওয়েন-এ।
নির্দেশনায় ছিলেন মরোক্কোর খ্যাতনামা নির্মাতা বদর হাসানি, যিনি এর আগে ২০০টিরও বেশি সংগীতচিত্র নির্মাণ করে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন। গানের কথা ও সুর দিয়েছেন মরোক্কোর সুলাইমান আইমান মুত্তালিব।
আরও পড়ুন: ইউটিউব ট্রেন্ডিংয়ে আজকের সেরা পাঁচ মিউজিক
মুক্তির পর থেকেই দর্শক-শ্রোতার মধ্যে দারুণ সাড়া ফেলেছে নাশিদটি। অনেকেই বলছেন, এটিই বাংলাদেশের প্রথম মৌলিক আরবী নাশিদ, যা শুধু ভাষা নয়, দৃশ্য ও আবেগের দিক থেকেও আন্তর্জাতিক মানের।
আরও পড়ুন: গাজায় গণহত্যার প্রতিবাদে এ মিজানের গান
‘ওয়া রাফানা লাকা যিকরাক’প্রমাণ করেছে, দেশের ইসলামিক সঙ্গীত ভূবনও বিশ্বের সঙ্গে এগিয়ে যাচ্ছে সমান তালে।
]]>