ইসলামি বইমেলায় শিশুদের জন্য বিশেষ আয়োজন

১ দিন আগে
আন্তর্জাতিক ইসলামি বইমেলা শিশুদের কলরবে মুখর হয়ে উঠেছে। মেলায় শিশুদের জন্যও থাকছে ভিন্নমাত্রার আয়োজন। শিশুদের কেউ বাবা-মায়ের হাত ধরে, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ শিক্ষকদের সঙ্গে এসেছেন মেলায়।

মেলা ঘুরে দেখা গেছে এবারের মেলায় শিশুদের জন্য রয়েছে ভিন্নমাত্রার আয়োজন। শিশুদের বই, সিরিজ ও বিজ্ঞান বাক্স—এসবের সঙ্গে রয়েছে আনন্দমুখর কিডস প্লে জোন। ফলে বই কেনা ও দেখার পাশাপাশি শিশুরা খেলাধুলার পরিবেশও পাচ্ছেন।

 

 

প্রায় প্রতিটি প্রকাশনী শিশুদের জন্য নিয়ে এসেছে নানা বিষয়ে বই। শুধু শিশুদের বই নিয়ে স্টল দিয়েছেন, এমন প্রকাশনীর সংখ্যাও চোখে পড়ার মতো। এসব স্টল ঘুরে দেখা গেছে এ যেন এক শিশু রাজ্য। যেখানে শিশু-কিশোরদের রাজত্ব। তাদের জন্য রয়েছে কোরআন-হাদিসের গল্প, ইসলাম জানা, কৌতুক এবং ছড়াসহ নানা ধরনের বই।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তফা মঞ্জুর এসেছেন বইমেলায়। তিনি বলেন, 

 

শিশুদের জন্য সুন্দর আয়োজন করেছে মেলা কর্তৃপক্ষ। এখানে এলে শিশুরা আনন্দ খুঁজে পায়, বই পড়ার প্রতিও আগ্রহ বাড়ে।

 

প্রায় প্রতিটি বইয়ের প্রচ্ছদ চমকপ্রদ ও নজরকাড়া। শিশুদের মননের সঙ্গে মিল রেখে এসব প্রচ্ছদ করা হয়েছে। বইয়ের ভেতরেও আছে নানা ধরনের অলংকরণ।

 

স্টল ঘুরে ঘুরে দেখা গেছে, শিশু-কিশোরদের জন্য ব্যতিক্রমী আয়োজন নিয়ে এসেছে বেশ কয়েকটি প্রকাশনী। এর মধ্যে ফিউচার উম্মাহ বিডি, লিটল উম্মাহ, টুনটুন, আতফাল প্রকাশনী উল্লেখযোগ্য।

 

রাহনুমা প্রকাশনীর দেওয়ান মাহমুদুল হাসান তুষার বলেন, এবারের আয়োজন বেশ বর্ণিল ও সুশৃঙ্খল। এবার বিদেশি প্রকাশকরা আসায় মেলায় মাদ্রাসাছাত্র ও আলেমদের আনাগোনা বেশি। শিশু কিশোররাও এবার মেলায় আসছেন। তারা আনন্দ করার পাশাপাশি বইও কিনছে।

 

আরও পড়ুন: শতাধিক লিটলম্যাগ নিয়ে ইসলামি বইমেলায় তরুণদের উচ্ছ্বাস

 

মেলায় ঘুরতে আসা কিশোর জাওয়াদ জানান, ইসলামি বইমেলায় শিশুদের জন্য বিশেষ আয়োজন তার ভালো লেগেছে। সে তার বাবার সঙ্গে মেলায় এসেছে। 

 

এবারের মেলাকে নান্দনিক ও উৎসবমুখর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আছে লেখক কর্নার, শিশু কর্নার, নারীদের বিশেষ ব্যবস্থা, ঘোষণা মঞ্চ ও নানা আয়োজন। এ ছাড়া ইসলামি বইমেলাকে প্রাণবন্ত করে তুলতে নিয়মিত আলোচনা সভারও আয়োজন করা হচ্ছে। সেখানে লেখকরা তাদের বই নিয়ে নিজেদের মতো করে উন্মুক্ত আলোচনা করে থাকেন।

 

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয় আন্তর্জাতিক ইসলামি বইমেলা। এর উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। 

]]>
সম্পূর্ণ পড়ুন