ইসলামি বইমেলায় জহির উদ্দিন বাবরের ‘ইবনে বতুতার স্মৃতির খোঁজে’

১ সপ্তাহে আগে
লেখক ও সাংবাদিক জহির উদ্দিন বাবরের ভ্রমণকাহিনি ‘ইবনে বতুতার স্মৃতির খোঁজে’ প্রকাশিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব পাশে চলমান ইসলামি বইমেলাকে কেন্দ্র করে বাতায়ন পাবলিকেশন্স বইটি প্রকাশ করেছে।

মেলায় প্রয়াস প্রকাশনের ১৯১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাবাজারের কওমি মার্কেট, অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম ও ওয়াফি লাইফ ডটকম থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

 

মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণের অভিজ্ঞতার আলোকে রচিত বইটিতে লেখক ইবনে বতুতার বিচিত্র স্মৃতির অনুসন্ধান করেছেন। ভ্রমণকাহিনির পাশাপাশি তিনি তুলে ধরেছেন ইতিহাসের নানা বয়ান ও ঐতিহ্যের শিকড় অনুসন্ধানের চেষ্টা। ফলে পাঠক একদিকে যেমন ভ্রমণের স্বাদ পাবেন, অন্যদিকে ইতিহাসের অজানা অধ্যায়েও প্রবেশ করতে পারবেন।

 

দুটি দ্বীপরাষ্ট্রের সমাজ-সংস্কৃতি, রাজনীতি-অর্থনীতি, শিল্প-সাহিত্যসহ বিভিন্ন প্রসঙ্গও বইটিতে আলোচিত হয়েছে। ইতিহাস ও ভ্রমণপ্রেমী পাঠকদের জন্য বইটি এক ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দেবে বলে মনে করছেন প্রকাশকরা।

 

আরও পড়ুন: নবীজির প্রিয় ও পছন্দের বিষয়গুলো নিয়ে সিরাতের বই ‘নবীজির প্রিয় ১০০’

 

চার রঙা ঝকঝকে প্রচ্ছদে মোড়ানো ৯৬ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ১৬০ টাকা। বইমেলা উপলক্ষে বিশেষ কমিশনে বইটি পাওয়া যাচ্ছে।

 

মেলা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের স্টলসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ৪০ শতাংশ থেকে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড়ে বই বিক্রি করছে। ফলে পাঠকরা পছন্দের বই কম দামে সংগ্রহ করতে পারছেন।

 

সব মিলিয়ে এবারের আন্তর্জাতিক ইসলামিক বইমেলা শুধু বই কেনা-বেচার স্থানই নয়, বরং একটি ইসলামি মিলনমেলায় পরিণত হয়েছে। আয়োজকরা আশা করছেন, সামনে আরও দিন বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীর ভিড় বাড়বে, মেলা হবে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।

 

এবারের মেলা শুরু হয়েছে গত ১৩ সেপ্টেম্বর এবং চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে মেলাটি।

 

জহির উদ্দিন বাবর একজন লেখক, সাংবাদিক ও শিক্ষক, জন্ম কিশোরগঞ্জের মিঠামইনের ঢাকী গ্রামে। তিনি দাওরায়ে হাদিসসহ সাহিত্য ও সাংবাদিকতায় উচ্চশিক্ষা অর্জন করে বর্তমানে ঢাকা মেইল ডটকম-এর বার্তা সম্পাদক এবং লেখকপত্র-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা ও লেখালেখিতে দীর্ঘ অভিজ্ঞতার জন্য পেয়েছেন নকীব পদকসহ বহু সম্মাননা। তার রচিত, অনূদিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ৫০টিরও বেশি, যার মধ্যে ইতিহাস, জীবনী ও ইসলামি বিষয়ক গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। জ্ঞানচর্চা ও লেখনীর মাধ্যমে তিনি সমকালীন পাঠক সমাজে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন