ইসরায়েলি সেনাপ্রধান নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন

৫ দিন আগে
ইসরায়েলের সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনেরাল হেরযি হালেভি মঙ্গলবার বলেছেন তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের ব্যাপক নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করে ৬ মার্চ পদত্যাগ করবেন। হামাস জঙ্গিরা ৭ অক্টোবর ইসরায়েলে আক্রমণ চালিয়ে ১,২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে লেখা এক চিঠিতে হালেভি বলেন যে, তিনি সেদিনকার হামলা নিয়ে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তদন্ত শেষ করবেন এবং ভবিষ্যতে নিরাপত্তা হুমকি মোকাবেলায় আইডিএফ-এর প্রস্তুতি জোরদার করবেন। হামাসের হামলার পর ১৫ মাস ধরে গাজায় যুদ্ধ চলেছে।  “আমি আইডিএফ-এর কমান্ড আমার উত্তরসূরির কাছে হস্তান্তর করবো,” লিখেছেন হালেভি, যিনি ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অফ দ্য জেনেরাল স্টাফ। হামাসের আক্রমণের পর থেকে নিরাপত্তা ব্যর্থতার দায়ভার কে নেবে, এই প্রশ্নের জবাব দিতে  ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্বীকার করেছেন। তিনি বলেন, এ’ধরনের তদন্ত যুদ্ধ শেষ হবার পর হওয়া উচিত।  গাজায় ইসরায়েলের পাল্টা হামলা ৪৭,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের বেশির ভাগ, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, নারী ও শিশু। তবে ইসরায়েল কোন প্রমাণ ছাড়াই বলে যে তারা ১৭,০০০ জঙ্গি হত্যা করেছে। গাজায় এই মুহূর্তে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চলেছে।
সম্পূর্ণ পড়ুন