ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মোহাম্মদপুর ও বাড্ডায় শিক্ষার্থীদের বিক্ষোভ

২ সপ্তাহ আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মোহাম্মদপুর এলাকার শিক্ষার্থীরা। এদিকে বাড্ডায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ কর্মসূচি পালন করেন।

সোমবার (০৭ মার্চ) সকালে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে  ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালন করেন তারা।

 

এসময় গাজায় বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি বর্বরতা বন্ধের আহ্বান জানান শিক্ষার্থীরা।

 

আগ্রাসী হামলায় এ পর্যন্ত শিশু, নারী-পুরুষ নির্বিশেষে ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

 

ধ্বংস করা হয়েছে হাসপাতাল, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা। পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতির মাঝেই একাধিকবার হামলার ঘটনা ঘটিয়েছে ইসরায়েল। শেষ পর্যন্ত সারা বিশ্বের মানুষকে এক হয়ে প্রতিবাদ করার অনুরোধ জানান ফিলিস্তিনের অসহায় মানুষেরা।

 

মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি মোহাম্মদপুর থেকে শুরু করে আসাদগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়।

 

 ‘দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’  গ্লোবাল স্ট্রাইকের এ ডাকে সাড়া দিয়ে আজ সারাদেশে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

৬ এপ্রিল গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দেয় ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সেস গ্রুপ। এটি হলো দ্বিতীয় ইন্তিফাদার সূত্রপাতের পরপরই ইয়াসির আরাফাতের অনুমোদনে এবং মারওয়ান বারগুতির নেতৃত্বে গঠিত একটি জোট। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন