গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কমপক্ষে ১১৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে (গত ২৪ ঘণ্টায়)। যার ফলে যুদ্ধে আহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জনে।
আরও পড়ুন: গাজা ইস্যুতে সিসি ও ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসছেন জর্ডানের রাজা
এতে আরও বলা হয়,
অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এদিকে, হামলার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজার ভেতরে নতুন করে একটি ‘নিরাপত্তা করিডর’ তৈরির ঘোষণা দিয়েছে ইসরাইল। এরইমধ্যে তারা দক্ষিণের রাফাহ শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে ‘মোরাগ করিডর’ স্থাপন করেছে।
ইসরাইলি সংবাদমাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী, করিডরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গত বুধবার নতুন এই করিডরের ঘোষণা দেন। তিনি জানান, এটি রাফাহ শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করবে।
আরও পড়ুন: ট্রাম্প-নেতানিয়াহু ফের বৈঠকে বসছেন, আলোচনা হবে যেসব বিষয়ে
মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়, মোরাগ ছিল একটি ইহুদি বসতি, যা রাফাহ ও খান ইউনিসের মাঝামাঝি অবস্থান করত। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, করিডরটি এই দুই শহরের মধ্য দিয়ে যাবে।
]]>