ইসরাইলের সঙ্গে বিশাল অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন

৩ সপ্তাহ আগে
ইসরাইলের নকশা করা রকেট লঞ্চারের জন্য প্রায় ৭০ কোটি ইউরো (৮২ কোটি ডলার) মূল্যের একটি চুক্তি বাতিল করেছে স্পেন সরকার।

গেল সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা এ সংক্রান্ত একটি সরকারি পেয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

 

গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেছিলেন, তার সরকার গাজায় আক্রমণের জন্য ইসরাইলের সাথে সামরিক সরঞ্জাম বিক্রি বা ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা ‘আইনে একীভূত’ করবে।

 

ওই ঘোষণার পরই অস্ত্র চুক্তি বাতিলের খবর পাওয়া গেল। 

 

আরও পড়ুন: বোমা হামলা /গাজার আল-আয়বাকি মসজিদ ধ্বংস করে দিলো ইসরাইল (ভিডিও) 

 

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলিটারি ব্যালেন্স অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে স্প্যানিশ কোম্পানিগুলোর একটি কনসোর্টিয়ামকে দেয়া এই চুক্তিতে ১২টি SILAM রকেট লঞ্চার সিস্টেম ক্রয়ের কথা ছিল, যা নেয়া হয়েছিল ইসরাইলি সংস্থা এলবিট সিস্টেমসের তৈরি PULS প্ল্যাটফর্ম থেকে।

 

SILAM লঞ্চ সিস্টেমটি ৩০০ কিলোমিটার (প্রায় ১৮৬ মাইল) পর্যন্ত বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করতে পারে।

 

গ্লোবস আউটলেট বলছে, এটি বাস্তবায়িত হলে এলবিট ১৫০ মিলিয়ন ইউরো (১৭৬.৩ মিলিয়ন ডলার) পেত। 

 

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব ইইউর 

 

স্থানীয় গণমাধ্যম এবং হারেৎজ প্রথম এই চুক্তি বাতিলের খবর প্রকাশ করে। আর গেল ৯ সেপ্টেম্বর স্পেনের সরকারি পাবলিক কন্ট্রাক্ট প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন