ইসরাইলের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ বর্জন করলো জর্ডান

১ দিন আগে
সুইজারল্যান্ডে চলছে ফিফা অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপ। এর আগে গত ৩১ জানুয়ারি লুসানে অনুষ্ঠিত এক ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হয়েছিলো কোন গ্রুপে কারা খেলবে। সেখানে জর্ডানের গ্রুপে পড়ে ইসরাইল। ‘সি’ গ্রুপে জর্ডান-ইসরাইল ম্যাচটি হওয়ার কথা ছিলো গত রোববার (২৯ জুন)। তবে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ম্যাচটি বর্জন করে জর্ডান।

মূলত গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইলের বিপক্ষে ম্যাচটি ছেড়ে দিয়েছে জর্ডান। ইসরাইলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় ম্যাচটিতে জর্ডানকে পরাজিত ঘোষণা করা হয়। ২০-০ পয়েন্টে জয়ী ঘোষণা করা হয় ইসরাইলকে। 

 

এই ম্যাচ ছেড়ে দেওয়া জর্ডান দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে। দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইসরাইল। সমান ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের অন্য দুই দল সুইজারল্যান্ড ও ডমিনিকান রিপাবলিক যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। 

 

আরও পড়ুন: কুয়েতে বিডি টাইগার ক্রিকেট ক্লাবের জার্সি বিতরণ

 

ম্যাচ ছেড়ে দেওয়ার বিষয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জর্ডানিয়ান বাস্কেটবল ফেডারেশন। তবে দেশটির দৈনিক আদ-দুস্তুর জানিয়েছে, গাজায় গণহত্যার প্রতিবাদেই ইসরাইলের বিপক্ষে খেলেনি তারা। 

 

জর্ডানের এমন সিদ্ধান্তে সমালোচনা করেছেন ইসরাইলের বাস্কেটবল ফেডারেশনের সভাপতি আমোস ফ্রিশমান। মূলত খেলাধুলায় রাজনীতি টেনে আনার সমালোচনাই করেছেন তিনি। 

 

আরও পড়ুন: ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছে বাংলাদেশের টিম রেড হকস

 

ম্যাচ ছেড়ে দিয়ে পয়েন্ট হারালেও দ্বিতীয় রাউন্ডে উঠতে কোনো সমস্যা হবে না জর্ডানের। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, চার গ্রুপের ১৬টি দলই উঠবে শেষ ষোলোতে। প্রথম পর্বের পয়েন্ট তালিকায় অবস্থান অনুযায়ী নির্ধারিত হবে দ্বিতীয় রাউন্ডে কোন দলের প্রতিপক্ষ কারা।

]]>
সম্পূর্ণ পড়ুন