ইসরাইলের পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণে পশ্চিমা নীরবতায় কঠোর সমালোচনা ইরানের

১ সপ্তাহে আগে
নীরবে পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণ করছে ইসরাইল। স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে দেশটির নতুন পারমাণবিক অবকাঠামো। এতে ক্ষোভ প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, পারমাণবিক বিস্তার নিয়ে পশ্চিমা আতঙ্ক আসলে ফাঁকা বুলি ছাড়া কিছু নয়।

তিনি বলেন, ইসরাইলের অস্ত্র ভাণ্ডারের সম্প্রসারণ নিয়ে পশ্চিমা নীরবতা তাদের মন্তব্যের বিশ্বাসযোগ্যতা পুরোপুরি নষ্ট করছে। এ অবস্থায় তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কূটনৈতিক প্রচেষ্টা সমর্থনের আহ্বান জানান তিনি।

 

একদিকে যখন ইরানের পরমাণু কর্মসূচির জেরে দেশটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে মরিয়া জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য অন্যদিকে তখন স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ইসরাইলের নতুন পারমাণবিক অবকাঠামো। এতে চটেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি অভিযোগ করে লেখেন, পশ্চিমাদের কাছে আসল উদ্বেগ কোনো দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নয়, বরং কে বৈজ্ঞানিকভাবে এগোচ্ছে সেটি।

 

আরও পড়ুন: মেজর জেনারেল আলি আবদুল্লাহি / যুদ্ধ ইরানের সেনাবাহিনীর সক্ষমতাকে আরও উন্নত করেছে

 

গণহত্যার মিত্র ইসরাইলের পরমাণু অস্ত্র ভাণ্ডারের সম্প্রসারণ নিয়ে পশ্চিমা নীরবতা তাদের অস্ত্র বিস্তাররোধ অবস্থানকে সম্পূর্ণ অবিশ্বাস্য করে তুলছে বলেও জানান তিনি।

 

সম্প্রতি স্যাটেলাইট চিত্রে ইসরাইলের দিমোনা শহরের কাছে শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে বিশাল নতুন অবকাঠামো নির্মাণ ধরা পড়েছে। সাতজন আন্তর্জাতিক বিশেষজ্ঞের মূল্যায়নে নিশ্চিত হওয়া গেছে, কাজটি ইসরাইলের পরমাণু কর্মসূচির সঙ্গে সরাসরি যুক্ত।

 

কেউ এটিকে নতুন হেভি ওয়াটার রিঅ্যাক্টর বলে মনে করছেন, আবার কেউ বলছেন এটি অস্ত্র সংযোজন কারখানা হতে পারে। তবে এ বিষয়ে এখনও কোন প্রতিক্রিয়া জানায়নি ইসরাইল।

 

আরও পড়ুন: গাজাবাসীকে উচ্ছেদের পরিকল্পনা নেতানিয়াহুর, কড়া জবাব মিশর ও কাতারের

 

এ অবস্থায় তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কূটনৈতিক প্রচেষ্টা সমর্থনের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পাশাপাশি ইউরোপের বেআইনি পদক্ষেপ বন্ধের দাবি জানান তিনি।

 

গ্রিস, স্লোভেনিয়া ও পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে আরাঘচি বলেন, ইরান কূটনীতির পথেই অটল রয়েছে এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে সমস্যা সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব। এসময় তিন দেশই কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান জানায়।

]]>
সম্পূর্ণ পড়ুন