ইসরাইলের দিকে কয়েক ডজন ড্রোন ছোড়ার দাবি ইরানের

২ সপ্তাহ আগে
ইরানের সেনাবাহিনী আইআরজিসি জানিয়েছে, সপ্তম ও অষ্টম ধাপে ইসরাইলের দিকে কয়েক ডজন ‘ধ্বংসাত্মক’ ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। সরকারি ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি তথা আইআরএনএ এ খবর জানিয়েছে।

আইআরএনএ জানিয়েছে, ‘প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, বেশিরভাগ ড্রোনই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শনিবার (২১ জুন) ইরান থেকে উৎক্ষেপণ করা প্রায় ৪০টি ড্রোন ভূপাতিত করেছে।

 

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এক সপ্তাহেরও বেশি সময় আগে সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা ইসরাইলকে লক্ষ্য করে ছোড়া ৯৯ শতাংশ ইরানি ড্রোন ধ্বংস করেছে। তারা আরও জানায়, এখন পর্যন্ত মোট ৪৭০টিরও বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে।

 

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, শনিবার ইরানের দুটি ড্রোন ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পৃথক পৃথক স্থানে আঘাত হেনেছে।

 

আরও পড়ুন: ইরানের ১০টি ক্ষেপণাস্ত্রের ৫টিই আঘাত হানল ইসরাইলে

 

প্রতিবেদন মতে, হামলার বিষয়টি স্বীকার করে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এটা একটা বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে।

 

খবরে বলা হয়, একটি ড্রোন ইসরাইলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্তসংলগ্ন বেইত শেইন শহরে আঘাত হানে। এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে।

 

ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আডম (এমডিএ) জানিয়েছে, তারা ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে যাচ্ছে। হতাহত কারও খোঁজ পাওয়া যায়নি। ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য মতে, দ্বিতীয় ড্রোনটি ইসরাইলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় আঘাত হানে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

আরও পড়ুন: ইরান-ইসরাইল সংঘাতে কী কী অস্ত্র ব্যবহার হচ্ছে?

]]>
সম্পূর্ণ পড়ুন