ইসরাইলের চ্যানেল ১৪ অফিস খালি করতে বলল ইরান

২ সপ্তাহ আগে
ইসরাইলের চ্যানেল ১৪ অফিস খালি করার আহ্বান জানিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে ইরানের রাষ্ট্রায়ত্ব ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইরান ইসরাইলের চ্যানেল ১৪ সংবাদ স্টেশনের অফিসে হামলার পরিকল্পনা করছে। এই সম্প্রচার মাধ্যমটিকে ইরান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘প্রচার চ্যানেল’ বলে অভিযোগ করেছে।

 

হিব্রু ভাষার সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম জানিয়েছে, ইরান ইসরাইলের চ্যানেল ১৪ এর অফিস খালি করতে বলেছে। এটিতে যেকোনো সময় হামলা চালানো হতে পারে।

 

গত সোমবার ইসরাইলি সামরিক বাহিনী ইরানের রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল আইআরআইএনএন-এর স্টুডিও কমপ্লেক্সে হামলা চালায়। এই চ্যানেলটি ‘ইরানি সশস্ত্র বাহিনীর’ এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করা হয় বলে ইসরাইলি সামরিক বাহিনী অভিযোগ করেছে।

 

আরও পড়ুন: ইরানে যুক্তরাষ্ট্র হামলা করবে কিনা সিদ্ধান্ত দুই সপ্তাহের মধ্যে: হোয়াইট হাউস

 

টেলিভিশনটি সরাসরি সম্প্রচারের সময় একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। আইআরআইবি সংস্থা পরে জানিয়েছে, ইসরাইলের ওই হামলায় তাদের একজন কর্মী নিহত হয়েছেন।

 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

আরও পড়ুন: নীরবতা ভেঙে ইরানের পাশে থাকার বার্তা দিলো হিজবুল্লাহ

 

বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ইসরাইল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ট্রাম্পকে উদ্ধৃত করে ল্যাভিট সাংবাদিকদের বলেন, ‘অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে আবার না-ও হতে পারে তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ বিষয়টির ওপর ভিত্তি করে আমি আগামী দুই সপ্তাহের মধ্যে আমার সিদ্ধান্ত নেব।’

 

সূত্র: সিএনএন

]]>
সম্পূর্ণ পড়ুন