শিগগিরই তাদের ইসরাইল থেকে অন্য দেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে। অধিকারকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ।
এদিকে আগের নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে ইসরাইলের হাতে আটক হওয়া অধিকারকর্মীরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। বন্দীদশায় মানসিক চাপ সৃষ্টি করা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন অনেকেই।
ইসরাইলের নৌ-অবরোধ ভেঙে যুদ্ধ-বিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে গত মাসের শেষের দিকে ইতালি উপকূল থেকে যাত্রা করে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন-এর নৌবহর। টাইমস অব ইসরাইল বুধবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে জানায়, ওই নৌবহরের সবগুলো জাহাজ এবং এগুলোর যাত্রীদের আটক করে ইসরাইলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন: গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত ইসরাইল-হামাস
খবরে বলা হয়েছে, বুধবার (৮ অক্টোবর) কনসায়েন্স জাহাজকে ইসরাইলের আশদোদ বন্দরে নেয়া হয়। আটককৃত সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপদে ও সুস্থ আছেন বলে দাবি করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। শিগগিরই তাদের ইসরাইল থেকে অন্য দেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ইসরাইলের হাতে আটক হওয়া অধিকারকর্মীরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। গত বুধবার কয়েকজন মেক্সিকো সিটি বিমানবন্দরে পৌঁছালে তাদের পরিবার ও সমর্থকরা ফিলিস্তিনি পতাকা ও সংহতির স্লোগান দিয়ে তাদের স্বাগত জানায়।
মুক্তি পাওয়া অধিকারকর্মীরা অভিযোগ করেন, আটক অবস্থায় তাদের ওপর মানসিক চাপ ও ভয়ভীতি দেখানো হয়। একইদিন তিউনিসিয়ায় ফেরা ১৫ অধিকারকর্মীও বন্দিদশায় দুর্ব্যবহারের অভিযোগ করেছেন।
আরও পড়ুন: ইসরাইলি ড্রোন-যুদ্ধবিমানের গর্জন থেমে গেছে, বহুদিন পর শান্তিতে ঘুমাচ্ছেন গাজাবাসী
ফ্লোটিলা নৌবহর থেকে ইসরাইলের হাতে আটক ৯ মালয়েশীয় নাগরিকের মুক্তিতে তুরস্ক সহায়তা করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ বিষয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি।
এদিকে আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাগরিকদের উপর এ ধরনের ইসরাইলি আক্রমণকে আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন জাতিসংঘের এক মানবাধিকার বিশেষজ্ঞ। তিনি আটককৃত অধিকারকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার আছে এবং ফ্লোটিলার ঘটনা প্রমাণ করে ইসরাইল মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন করছে।
]]>