স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) জনসমুদ্রে পরিণত হয় ইসরাইলের প্রাণকেন্দ্র তেল আবিব। নেতানিয়াহুর পদত্যাগ ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসেবে এদিন বিক্ষোভ করেন শত শত মানুষ।
এসময়, নেতানিয়াহুকে অপসারণ করে ইসরাইলে নতুন সরকার গঠনের দাবি এবং এক বছরের বেশি সময় ধরে চলা হামাস-ইসরাইল সংঘাত দ্রুত বন্ধ চান তারা। এখন পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো চুক্তি বা সমঝোতা না করতে পারায় নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: গাজার ‘মুজাহিদিনদের স্যালুট’, ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার পর বার্তা ইয়েমেনের
তারা বলেন, ‘আমরা সবাই খুব বিরক্ত। আমরা নতুন সরকার চাই। ইসরাইলের নেতৃত্বে এমন একজন দায়িত্বশীল সরকারের প্রয়োজন যে নাগরিকদের নিয়ে চিন্তা করে।’
গেল ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসনের শুরু থেকেই নিজ দেশের নাগরিকদের তোপের মুখে নেতানিয়াহু। তার পদত্যাগের দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছেন ইসরাইলিরা। আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পাশাপাশি চলে ব্যাপক ধরপাকড়। তবুও নিজের সিদ্ধান্ত থেকে চুল পরিমাণও সরেননি নেতানিয়াহু।
]]>