ইসরাইলে ‘জরুরি অবস্থা’ ঘোষণা, জেরুজালেমে যাওয়ার পথ বন্ধ!

১ সপ্তাহে আগে
ইসরাইল অধিকৃত জেরুজালেমের কাছে বুধবার (৩০ এপ্রিল) দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। এই পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ বলে ঘোষণা করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

সংবাদমাধ্যম আল-মনিটর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

 

প্রতিবেদন মতে, ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) উদ্ধার সংস্থা জানিয়েছে, কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নিনির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কাৎজ।

 

এমডিএ জানিয়েছে, তারা প্রায় ২২ জনকে চিকিৎসা দিয়েছে। যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। তারা আরও জানিয়েছে, সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। 

 

আরও পড়ুন: জেরুজালেমের কাছে ভয়াবহ দাবানল, দৌড়ে পালাচ্ছে ইসরাইলিরা!

 

ইসরায়েল কাৎজ তার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন, 

আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে উপলব্ধ সব বাহিনীকে একত্রিত করতে হবে।

 

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে। 

 

שריפה פרצה בהרי ירושלים, סמוך לבית שמש - מטוסי כיבוי הוזנקו | @moyshis pic.twitter.com/PsPlXiA3Xz

— i24NEWS (@i24NEWS_HE) April 30, 2025

 

নেভে শালোম, বেকোয়া, তাওজ এবং নাচশোন সম্প্রদায়ের লোকজনকে এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া মেসিলাত জিওন থেকেও লোকজনকে সরিয়ে নেয়ার প্রয়োজন হতে পারে জানিয়ে পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

 

এদিকে দাবানলের কারণে জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক রুট ১ বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। কাছাকাছি থাকা ৩, ৬৫, ৭০ এবং ৮৫ নম্বর রুটও বন্ধ করে দেয়া হয়েছে। 

 

আরও পড়ুন: একসঙ্গে ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

 

BREAKING 🔴

A dangerous fire on Route 1 near Jerusalem has prompted Israel to call on the international community for assistance in fighting the blaze. pic.twitter.com/zO4sxefQMv

— Open Source Intel (@Osint613) April 30, 2025

 

জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ৬৩টি অগ্নিনির্বাপক দল এবং ১১টি বিমান আগুন নেভাতে কাজ করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন