স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইসরাইলের কাছে ৩৮০ কোটি ডলার মূলের ৩০টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং ১৮০ কোটি ডলার মূল্যের ‘জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল’ (আধুনিক সাঁজোয়া ও বহুমুখী হালকা সামরিক যান) মার্কিন তৈরি অস্ত্র কেনার অনুমোদন দেয়া হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর জন্য ব্যাপকভাবে অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় ৭১ হাজার ৬৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরও পড়ুন: চীনের সঙ্গে সম্পর্ক না রাখাটা ‘বোকামি’: ব্রিটিশ প্রধানমন্ত্রী
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ‘ইসরাইলের নিরাপত্তার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন জাতীয় স্বার্থ রক্ষার জন্য ইসরাইলকে একটি শক্তিশালী ও প্রস্তুত আত্মরক্ষামূলক সক্ষমতা গড়ে তুলতে এবং তা বজায় রাখতে সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রস্তাবিত বিক্রয় সেই লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ‘
যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরাইলে বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম পাঠায়। এসব অস্ত্রের বেশিরভাগই বিক্রির পরিবর্তে সহায়তা হিসেবে প্রদান করা হয়।
মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা ধারাবাহিকভাবে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। তাদের মতে, এসব অস্ত্র গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালানোর ক্ষেত্রে ইসরাইলের সক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য’ আলোচনায় প্রস্তুত ইরান: আরাঘচি
শুক্রবার পররাষ্ট্র দফতর আরও জানিয়েছে, সৌদি আরবের কাছে ৯০০ বিলিয়ন ডলার মূল্যের ৭৩০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে।
পররাষ্ট্র দফতর জানায়, এই বর্ধিত ক্ষমতা সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্থানীয় মিত্রদের স্থল বাহিনীকে রক্ষা করবে এবং এই অঞ্চলে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সৌদি আরবের অবদান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেছেন, ইরানের কাছে মার্কিন যুদ্ধজাহাজের একটি বিশাল যুদ্ধজাহাজের বহর পাঠানো হয়েছে। ঠিক একই সময়ে সৌদি আরব ও ইসরাইলে মার্কিন অস্ত্র সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়া হলো।
তথ্যসূত্র: আল জাজিরা
]]>
৪ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·