গাজা সিটির প্রাণকেন্দ্র রেমাল ও সাবরা। জরুরি ভিত্তিতে এই দুই এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। এ ঘোষণা আসার পর থেকে দিশেহারা হয়ে পড়েছেন বাসিন্দারা। কারণ বাকি সব জায়গায়ই বাস্তুচ্যুত মানুষে পরিপূর্ণ।
মধ্য গাজায় হামাসের কমান্ডারসহ বেশ কয়েকজনকে হত্যার দাবি করেছে ইসরাইলি বাহিনী। এছাড়াও জাবালিয়া ও নুসেইরাত শরণার্থী শিবিরে অনবরত হামলায় প্রাণ যাচ্ছে অনেকের। এ নিয়ে গেল একদিনে উপত্যাকাটিতে প্রাণ হারিয়েছেন ৫০ জনের বেশি ফিলিস্তিনি।
এছাড়াও ইসরাইলি হামলায় গাজায় খাদ্য সহায়তা নিয়ে যাওয়া বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীও নিহত হয়েছেন।
এর মধ্যেই ইসরাইল সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, যদি জিম্মি মুক্তি দেয়া হয় তবে উপত্যকাটিতে যুদ্ধবিরতি সম্ভব। আর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধের চেয়ে গাজায় যুদ্ধ বন্ধ করা অনেকটাই সহজ।
আরও পড়ুন: ইসরাইলের অব্যাহত হামলায় হুমকিতে সিরিয়ার রাসায়নিক অস্ত্রাগার
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টাইম ম্যাগাজিনে বর্ষসেরা ব্যক্তি হওয়ার পর এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
এদিকে, লেবাননের বৈরুতে হিজবুল্লাহর নেতাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি বাহিনী। নেতানিয়াহু বাহিনী জানায়, তারা ইসরাইলি বেসামরিক নাগরিকদের জন্য হুমকি ছিল। এছাড়া লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির খিয়ামে ইসরাইলি বিমান হামলায় কয়েকজন হতাহত হয়েছেন।
তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রতিদিনই ইসরাইলি হামলার জবাব না দিয়ে হিজবুল্লাহ প্রধান দেশটির সরকারের ওপর এ বিষয়টি ছেড়ে দিয়েছেন।
]]>