ইসরাইলি মন্ত্রিসভায় ‘পুরো গাজা’ দখলের পরিকল্পনা অনুমোদন

২ সপ্তাহ আগে
পুরো গাজা উপত্যকা দখল করা এবং অনির্দিষ্টকালের জন্য সেখানে থাকার (সেনা) পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা।

সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

 

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হতে পারে, যা চলমান ভয়াবহ মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে।

 

সোমবার (৫ মে) ভোরে এক ভোটে ইসরাইলি মন্ত্রিসভার সদস্যরা এই পরিকল্পনা অনুমোদন করেন। হাজারো সংরক্ষিত সেনা তলব করে গাজায় বড় অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে - ইসরাইলি সামরিক প্রধানের এমন ঘোষণার কয়েক ঘণ্টা পরই এ সিদ্ধান্ত এলো। 

 

আরও পড়ুন: হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যর্থ ইসরাইল, দাবি গোষ্ঠীটির

 

এই পদক্ষেপটি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের জিম্মিদের মুক্তি এবং ইসরাইলের শর্তে যুদ্ধবিরতি আলোচনার জন্য হামাসের ওপর চাপ বাড়ানোর প্রচেষ্টার অংশ বলেই মনে করা হচ্ছে।

 

কর্মকর্তারা এপিকে জানিয়েছেন, নতুন এই পরিকল্পনা হামাসকে পরাজিত করার লক্ষ্য অর্জনে ইসরাইলি বাহিনীকে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। এটি লাখ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় সরে যেতে বাধ্য করতে পারে।

 

মার্চ মাসের মাঝামাঝি সময়ে ইসরাইল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় ভয়াবহ হামলা চালানো শুরু করে। 

 

আরও পড়ুন: ইরানের হাতে নতুন ক্ষেপণাস্ত্র, আঘাত হানতে সক্ষম ১২০০ কিমি দূরেও!

 

প্রতিবেদন অনুসারে, বর্তমানে গাজার প্রায় ৫০ শতাংশ নিয়ন্ত্রণ করছে ইসরাইল।

]]>
সম্পূর্ণ পড়ুন