‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অংশ হিসেবে ফিলিস্তিনের উদ্দেশে যাত্রা করা ওই জাহাজটি বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে ইসরাইলি সেনারা থামিয়ে সেটিতে উঠে পড়ে বলে জানা গেছে।
আরডেল আরিয়ানা, যার আসল নাম নূরুল হিদায়াহ মোহাম্মদ আমিন; একটি সংক্ষিপ্ত লাইভ ভিডিও সম্প্রচার করতে সক্ষম হন। এতে তিনি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির কথা জানান।
ভিডিওটিতে আরডেলকে বেশ কয়েকবার আল্লাহকে স্মরণ করতে শোনা যায়। এর সাথে একজন মানুষের কণ্ঠও শোনা যাচ্ছিল, যাকে একজন ইসরাইলি সৈন্য বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ইসরাইলের হাতে মালয়েশিয়ার ২৩ নাগরিক, আনোয়ার ইব্রাহিমের হুঁশিয়ারি
ভিডিওতে আরডেল বলেন, ‘আমাদের ওপর নির্যাতন করা হয়েছে।’ দু’টি সংক্ষিপ্ত লাইভ সম্প্রচার করার পরই তার সংযোগটি আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, ‘আমি আমার ফোন লুকানোর চেষ্টা করছি। ইসরাইলি সেনাবাহিনী আমাদের সমস্ত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করছে। আমরা অফলাইনে যোগাযোগের চেষ্টা করছি। আবার লাইভে আসার সুযোগের অপেক্ষায় আছি। আমাদের এবং আমাদের বন্ধুদের জন্য প্রার্থনা করুন।’
এর আগে আরডেল জানান, ইসরাইলি সামরিক বাহিনী রেডিও সিগন্যালের মাধ্যমে এই মিশনের অন্যান্য জাহাজেও একটি বার্তা পাঠিয়েছিল, যেখানে তাদের কারাবন্দি করার হুমকি দেয়া হয়েছিল।
]]>