সোমবার (০৭ মার্চ) ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও ডেকেছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ‘দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে সংহতি চবি শিক্ষার্থীদের
দখলদার ইসরায়েলের ফিলিস্তিনে চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং মজলুম ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা। সারা দেশে শিক্ষা ও কর্মক্ষেত্রে ধর্মঘট পালনের পাশাপাশি রাজধানীতে বিক্ষোভ ও সংহতি সমাবেশ আয়োজনের ঘোষণাও দেয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, আজ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংহতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: গাজাবাসীদের নিয়ে শাকিব খানের ফেসবুক পোস্ট
এদিকে ‘দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়েছেন চবি ও রাবি শিক্ষার্থীরাও। বিশ্বব্যাপী হরতাল পালনের ডাক দিয়েছেন গাজাবাসী। সেখানে গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানানো হয়। এ আহ্বানে একাত্মতা প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে এ মর্মে বিবৃতি জানিয়েছে।
আরও পড়ুন:ফিলিস্তিনে পরিচালিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের ডাক ছাত্রদলের
এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ‘MARCH For Palestine’-এর আহ্বানে আজ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজু ভাস্কর্যে বিকেল ৪টায় সংহতি ও বিক্ষোভ সমাবেশ হবে।
আরও পড়ুন:ফিলিস্তিনে পরিচালিত গণহত্যার প্রতিবাদে যুব পরিষদের বিক্ষোভ
তিনি আরও বলেন, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে আমাদেরও রাজপথে নামতে হবে, প্রতিবাদ জানাতে হবে। একটিও জীবন যেন অবহেলায় হারিয়ে না যায়—এ চেতনাতেই আমাদের কর্মসূচি।
আরও পড়ুন: ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালনে ছাত্রশিবিরের আহ্বান
এছাড়াও ফিলিস্তিনের গাজায় পরিচালিত গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘট পালনের অংশ হিসেবে ছাত্র ধর্মঘট আহ্বান করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। রোববার (০৬ এপ্রিল) বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব ইয়ামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধর্মঘট ডাকা হয়।
আরও পড়ুন: ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি: সিয়াম
৬ এপ্রিল গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দেয় ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সেস গ্রুপ। এটি হলো দ্বিতীয় ইন্তিফাদার সূত্রপাতের পরপরই ইয়াসির আরাফাতের অনুমোদনে এবং মারওয়ান বারগুতির নেতৃত্বে গঠিত একটি জোট। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
]]>