সোমবার (১৬ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজার উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় শিশু, সামরিক কর্মকর্তা ও সাংবাদিকসহ অনেকে নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি।
স্থানীয় সময় রোববার গাজার বেইত হানুনের একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরাইলী বাহিনী। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুসহ দুই সাংবাদিক রয়েছেন বলে জানায় আলজাজিরা।
আরও পড়ুন: ইসরাইলের অব্যাহত হামলা নিয়ে কী বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা
এদিন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বর্বরতায় বেশ কয়েকজন ফিলিস্তিনি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তেল আবিবের দাবি, হামাসের অস্ত্র সংরক্ষণাগার ও হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত একটি চিকিৎসালয় লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
এদিকে রোববার যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয় বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজায় হামাসের হাতে আটক ইসরাইলি ও বিদেশি বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসরাইলের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ইসরাইলি হামলায় বিপর্যস্ত গাজা ও লেবানন
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গেল বছর ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় প্রায় ৪৫ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক লাখের বেশি বাসিন্দা। স্বজনহারা ও বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ।
]]>