ইসরাইলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি স্পেনের প্রধানমন্ত্রীর

৪ ঘন্টা আগে
গাজায় ইসরাইলের কার্যকলাপের কারণে দেশটিকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সানচেজ তার সোশ্যালিস্ট ওয়ার্কাস পার্টির নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, 'ইসরাইল আন্তর্জাতিক কোনো প্লাটফর্ম ব্যবহার করে নিজেদের ভাবমূর্তি ধোয়া-মোছা চালিয়ে যেতে পারে না।'

স্পেনের এই প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর রাশিয়ার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছিল, ইসরাইলের সঙ্গেও একইভাবে আচরণ করা উচিত। গত রোববার (১৪ সেপ্টেম্বর) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর স্পেনের প্রধানমন্ত্রীকে 'লজ্জাজনক' বলে অবিহিত করেন এবং অভিযোগ করেন যে তিনি মাদ্রিদে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ উসকে দিয়েছেন। এই বিক্ষোভের কারণে ভুয়েলতা আ এস্পানিয়া সাইক্লিং রেসের শেষ ধাপ বাতিল করতে হয়, যেখানে একটি ইসরায়েলি দল অংশ নিচ্ছিল।


এর আগে একই দিনে সানচেজ বলেন, তিন সপ্তাহব্যাপী রেস চলাকালে হওয়া পূর্ববর্তী বিক্ষোভগুলো প্রমাণ করেছে যে গাজা ইস্যুতে স্পেন 'গৌরবান্বিত উদাহরণ' হিসেবে দাঁড়িয়েছে। সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও চূড়ান্ত ধাপের বিক্ষোভকে স্বাগত জানান। সরকারি হিসাব অনুযায়ী, এতে প্রায় এক লাখ মানুষ অংশ নেন।


ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী অস্কার লোপেজ বলেন, 'হাজার হাজার মানুষ যখন এই গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নামে, আমার কাছে এটা স্বস্তির। কারণ এটা গণহত্যা, এর অন্য কোনো নাম নেই।'

 

আরও পড়ুন: ১৪তমবারের মতো বিশ্বরেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন হলেন ডুপ্লান্টিস


ইসরাইল নিয়মিতই অস্বীকার করে আসছে যে, গাজায় তাদের কার্যক্রম গণহত্যা এবং তাদের দাবি এগুলো আত্মরক্ষার জন্য করা হচ্ছে। স্পেনের সংস্কৃতি মন্ত্রী আর্নেস্ট উর্তাসুনও জানান, ইসরায়েলকে আগামী ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। এর আগে সানচেজও একই দাবি করেছিলেন। উর্তাসুন বলেন, 'আমাদের নিশ্চিত করতে হবে যে ইসরায়েল ইউরোভিশনে অংশ না নেয়।'


আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের অফিসিয়াল সম্প্রচারক সংস্থাগুলো এরইমধ্যে জানিয়েছে, ইসরাইলকে অংশগ্রহণের সুযোগ দেয়া হলে তারা প্রতিযোগিতায় অংশ নেবে না। কারণ গাজায় 'ভয়াবহ' ও 'গুরুতর' প্রাণহানি ও মানবিক দুর্ভোগ ঘটছে।

 

আরও পড়ুন: প্রতিভা ধ্বংসে ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বসেরা


২০২৩ সালের শেষদিক থেকে স্পেন-ইসরাইল সম্পর্ক তলানিতে পৌঁছেছে। সে সময় সানচেজ গাজার বেসামরিক হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিলেন। ২০২৪ সালে স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। গত সপ্তাহে সানচেজ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনেন এবং এর প্রেক্ষিতে একাধিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের কথা জানান, যার মধ্যে ছিল অস্ত্র নিষেধাজ্ঞা।


এর জবাবে ইসরায়েলের সা’আর অভিযোগ করেন যে সানচেজ প্রশাসন 'ইহুদিবিদ্বেষী' এবং 'উন্মত্ত ও ঘৃণাপূর্ণ ভাষা' ব্যবহার করছে। এলকানো রয়্যাল ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, অন্তত ৮২ শতাংশ স্প্যানিশ নাগরিক মনে করেন গাজায় গণহত্যা চলছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন