মঙ্গলবার (২৪ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক ফোনালাপকালে মাসুদ পেজেশকিয়ান এ কথা বলেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ।
প্রতিবেদন মতে, পেজেশকিয়ান আরও বলেছেন, যদি ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন না করে, তাহলে ইরানও তা লঙ্ঘন করবে না। ইরানের নূরনিউজ জানিয়েছে, পেজেশকিয়ান আরও বলেছেন, ইরান সংলাপের জন্য উন্মুক্ত এবং আলোচনার টেবিলে ইরানিদের স্বার্থ রক্ষা করবে।
গত ১৩ জুন ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। ইরানের পাল্টা জবাবের মধ্যদিয়ে শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের মাথায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয় যা মঙ্গলবার (২৪ জুন) থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলি হামলায় আরও দুই সামরিক কর্মকর্তার মৃত্যুর কথা জানাল ইরান
ইরান ও ইসরাইল সংঘাতের মধ্যে সোমবার (২৩ জুন) অনেকটা নাটকীয়ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জানান, ইরান-ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর তেল আবিব ও তেহরান উভয় পক্ষ থেকে যুদ্ধবিরতিতে রাজি থাকার বিষয়টি জানানো হয়।
কিন্তু এর কয়েক ঘণ্টা পরই মঙ্গলবার (২৪ জুন) ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাৎজ ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে তেহরানের উপর তীব্র হামলার নির্দেশ দেন।
ইসরাইল-ইরান যুদ্ধবিরতি ‘লঙ্ঘনে’র খবরে উদ্বেগ প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি। তিনি বলেছেন, কাতার যুদ্ধবিরতিকে স্বাগত জানাচ্ছে। তবে লঙ্ঘনের খবরে উদ্বিগ্ন তার দেশ।
আরও পড়ুন: আইআরজিসি প্রধানের সতর্কবার্তা / ফের হামলা হলে যুক্তরাষ্ট্রকে ‘ঐতিহাসিক শিক্ষা’ দেবে ইরান
মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সকালে যে যুদ্ধবিরতি লঙ্ঘন দেখা গেছে তা অগ্রহণযোগ্য এবং আমরা আশা করি, যুদ্ধবিরতি বহাল থাকবে এবং কূটনীতি জয়লাভ করবে।’
]]>