ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে: ট্রাম্প

২ সপ্তাহ আগে
ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই ‘খুশি নন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ‘আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত।’

 

তিনি আরও জানান, গতকাল (সোমবার) এমন ‘অনেক কিছুই’ তিনি প্রত্যক্ষ করেছেন যা তার পছন্দ হয়নি। 

 

আরও পড়ুন: ইসরাইলের সাথে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা ইরানের

 

যুদ্ধবিরতি ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন, 

আমরা চুক্তি করার পরপরই ইসরাইল যা করেছে, তা আমার পছন্দ হয়নি। তাদের (ক্ষেপণাস্ত্র) নিক্ষেপ করা উচিত হয়নি।

 

তিনি আরও বলেন, 

আসল কথা হলো দু’টি এমন দেশ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে এবং এত কঠিন লড়াই করছে যে তারা নিজেরাই জানে না তারা কী করছে।

 

এদিকে মঙ্গলবার (২৪ জুন) সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে ইসরাইলকে সতর্ক করে ট্রাম্প বলেন, তেল আবিবের আর তেহরানে হামলা চালানো উচিত নয়। 

 

আরও পড়ুন: যুদ্ধবিরতি ভেঙে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা অস্বীকার করল ইরান

 

নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসরাইল, ইরানে আর বোমা ফেল না। এটি করলে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হবে। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে নিয়ে এসো।’

 

সূত্র: বিবিসি

]]>
সম্পূর্ণ পড়ুন