ইসরাইল তাকে হত্যার চেষ্টা করেছে কি না—এমন প্রশ্নের জবাবে মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনকে পেজেশকিয়ান বলেন, ‘হ্যাঁ, তারা চেষ্টা করেছিল। তারা সেই অনুযায়ী কাজও করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) প্রকাশিত কার্লসনের সাক্ষাৎকারটি একজন দোভাষীর মাধ্যমে পরিচালিত হয়। গত মাসে ইসরাইল ও ইরানের মধ্যে সংঘটিত ১২ দিনের যুদ্ধের পর এটি পশ্চিমা গণমাধ্যমের সাথে ইরানি প্রেসিডেন্টের প্রথম সাক্ষাৎকার।
আরও পড়ুন: গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত
ফার্সি থেকে তার মন্তব্যের অনুবাদ অনুসারে পেজেশকিয়ান বলেন,
আমার ওপর হামলার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না, ছিল ইসরাইল। আমি একটি সভায় ছিলাম ... যে এলাকায় আমরা বৈঠক করছিলাম তারা সেখানে বোমা হামলার চেষ্টা করেছিল।
তবে সাম্প্রতিক যুদ্ধের সময় এই হামলার চেষ্টা করা হয় কি না, তা সুনির্দিষ্ট করে বলেননি ইরানের প্রেসিডেন্ট।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি ইসরাইলকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা থেকে বিরত রেখেছিলেন।
আরও পড়ুন: ইসরাইলের সাথে সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে খামেনি
সূত্র: দ্য গার্ডিয়ান
]]>